ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তিন বদলি নিয়ে সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ২ আগস্ট ২০২২

পারভেজ হোসাইন ইমনকে টি-টোয়েন্টি ক্যাপ পরিয়ে দিচ্ছেন সাবেক অধিনায়ক রিয়াদ

পারভেজ হোসাইন ইমনকে টি-টোয়েন্টি ক্যাপ পরিয়ে দিচ্ছেন সাবেক অধিনায়ক রিয়াদ

Ekushey Television Ltd.

হারারে স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী এই ম্যাচেও টস জিতে আগে ব্যাটিং নিয়েছে জিম্বাবুয়ে। ফলে এই সফরে টানা তিন ম্যাচেই টসে হারল বাংলাদেশ। তবে ১-১ সমতার পর সিরিজ নির্ধারণী এই ম্যাচে তিনটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে উভয় দল।

এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি এপেনার পারভেজ হোসাইন ইমনের। বাদ পড়লেন ব্যর্থ হওয়া মুনিম শাহরিয়ার। 

এছাড়া ইনজুরি আক্রান্ত সোহানের জায়গায় মাহমুদউল্লাহ এবং শরিফুল ইসলামের পরিবর্তে আবারো একাদশভুক্ত হলেন নাসুম আহমেদ।

অন্যদিকে, জিম্বাবুয়ে দলেও থাকছে তিন পরিবর্তন। রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা ও তানাকা চিভাঙ্গার পরিবর্তে একাদশে সুযোগ ঘটল জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্রাড ইভান্স।

দ্বিতীয় ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়ায় চলমান জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে তার পরিবর্তে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসাইন সৈকত।

চলমান এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় টাইগাররা। এতে সিরিজে সমতা আনতে পারে বাংলাদেশ। বল হাতে ২০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোসাদ্দেক। 

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসাইন ইমন, এনামুল হক বিজয়, নাজমুল হোসাইন শান্ত, আফিফ হোসাইন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন সৈকত (অধিনায়ক), মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: 
রেগিস চাকাভা, ব্রাড ইভান্স, ক্রেইগ এরভিন, ওয়েসলি মাধেভেরে, শিন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও লুক জঙ্গয়ে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি