ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

টাইগার স্পিনে কাঁপছে জিম্বাবুয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:৫৮, ২ আগস্ট ২০২২

হারারে স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও টস জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। শুরুটা ভালো করলেও টাইগার চার স্পিনার নাসুম-মাহেদী-সৈকত-রিয়াদের ঘূর্ণিতে ১০ম ওভারেই পাঁচ টপ অর্ডারকে হারিয়ে বসেছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৫৮ রান। ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ ২৪ রান করে আউট হন ক্রেইগ এরভিন।

পঞ্চম ব্যাটার হিসেবে অধিনায়ক আউট হলেও তার আগেই একে একে সাজঘরে ফেরেন রেগিস চাকাভা (১৭), ওয়েসলি মাধেভেরে (৫), সিরিজের টপ স্কোরার সিকান্দার রাজা (০) ও শিন উইলিয়ামস (২)। ফলে ৫৫ রানেই ইনিংসের অর্ধেকটা খুইয়ে বসে জিম্বাবুয়ে।

টাইগার চার স্পিনারের মধ্যে মাহেদী হাসান ২টি এবং নাসুম-সৈকত-রিয়াদ নিয়েছেন ১টি করে।

এর আগে এই সফরে টানা তিন ম্যাচেই টসে হারল বাংলাদেশ। তবে ১-১ সমতার পর সিরিজ নির্ধারণী এই ম্যাচে তিনটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে উভয় দল।

এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি এপেনার পারভেজ হোসাইন ইমনের। বাদ পড়লেন ব্যর্থ হওয়া মুনিম শাহরিয়ার। 

এছাড়া ইনজুরি আক্রান্ত সোহানের জায়গায় মাহমুদউল্লাহ এবং শরিফুল ইসলামের পরিবর্তে আবারো একাদশভুক্ত হলেন নাসুম আহমেদ।

অন্যদিকে, জিম্বাবুয়ে দলেও থাকছে তিন পরিবর্তন। রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা ও তানাকা চিভাঙ্গার পরিবর্তে একাদশে সুযোগ ঘটল জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্রাড ইভান্স।

দ্বিতীয় ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়ায় চলমান জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে তার পরিবর্তে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসাইন সৈকত।

চলমান এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় টাইগাররা। এতে সিরিজে সমতা আনতে পারে বাংলাদেশ। বল হাতে ২০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোসাদ্দেক। 

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসাইন ইমন, এনামুল হক বিজয়, নাজমুল হোসাইন শান্ত, আফিফ হোসাইন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন সৈকত (অধিনায়ক), মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: 
রেগিস চাকাভা, ক্রেইগ এরভিন, ওয়েসলি মাধেভেরে, শিন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, ব্রাড ইভান্স, জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও লুক জঙ্গয়ে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি