ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শুরুতেই ২ উইকেট তুলে নিল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৫ আগস্ট ২০২২ | আপডেট: ১৮:০৮, ৫ আগস্ট ২০২২

উইকেট নেয়ার পর শরিফুলের উদযাপন। ছবি- ক্রিকইনফো

উইকেট নেয়ার পর শরিফুলের উদযাপন। ছবি- ক্রিকইনফো

চার ফিফটিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতেই দুই বাঁহাতি পেসার মুস্তাফিজ ও শরিফুলের তোপের মুখে পড়ে মাত্র ৬ রানেই দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। 

জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রেজিস চাকাভা। ৬ বলে মাত্র ২ রান করেন জিম্বাবুয়ের এই ওপেনার। ফিজের পর বোলিংয়ে এসে উইকেট নেন শরিফুল ইসলামও।

শরিফুলের শিকার হন তিনে নামা তারিসাই মুসাকান্দা। এক বাউণ্ডারি হাঁকিয়েই ফিরতে হয় পাঁচ বল খেলা ডানহাতি এই ব্যাটারকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে দুই উইকেটে ২৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ইনোসেন্ট কাইয়া ১৩ রানে এবং ওয়েসলি মাধেভেরে ২ রানে ক্রিজে আছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২টি উইকেট হারিয়ে ৩০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শুরুটা করেছিলেন তামিম-লিটন, আর শেষটা করেন মাহমুদউল্লাহ ও মুশফিক। মাঝে খেল দেখান তিন বছর পর মাঠে ফেরা বিজয়। 

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রিয় এই ফরম্যাটে খেলতে নেমেই চেনা ছন্দে বর্তমান ওয়ানডের সেরা দল বাংলাদেশ।

এদিন ফিফটির দেখা পান বাংলাদেশের প্রথম চার ব্যাটারই। ওপেনিংয়ে নেমে তামিম ইকবাল ও লিটন মিলে গড়েন শতাধিক রানের জুটি। তাদের জুটি ভাঙে ৬২ করা তামিম বিদায় নিলে। 

আর লিটন রিটায়ার্ড হার্ট হওয়ার আগে করেন ৮১ রান। এরপর এনামুল হক বিজয়ের ব্যাট থেকে ৭৩ ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৫২ রান। মাহমুদউল্লাহ ১২ বলে করেন ২০ রান।

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নেন ভিক্টর নিয়াউচি ও সিকান্দার রাজা। 

পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। এছাড়া আরেকটি চমকপ্রদ তথ্য হচ্ছে, স্বাগতিকদের বিপক্ষে তিনশোর্ধ্ব ইনিংস খেলে কখনো হারেনি বাংলাদেশ। 

সেইসঙ্গে এই ম্যাচ জিতলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে টাইগাররা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি