ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, এশিয়া কাপেও অনিশ্চিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হারের পর আরও একটি দুঃসংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল। ফর্মে থাকা ব্যাটার লিটন দাসকে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচে পাচ্ছে না টাইগাররা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে হলো তাকে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছিলেন লিটন। ৮১ রানও করে ফেলেছিলেন তিনি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৮১ রান করার পরই ডান পায়ের পেশিতে টান লাগে তার। এরপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় তাকে।

স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়লেন লিটন, তখনেই শঙ্কা জাগে এই ম্যাচে তাকে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত এদিন আর মাঠে নামা হয়নি তার, এই সিরিজে তাকে আর ফিরেও পাওয়া যাবে না।

পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠানে লিটনের চোট নিয়ে অধিনায়ক তামিম ইকবাল বলেন, “আমি যতদূর শুনতে পেরেছি, গোটা সফরেই সম্ভবত আর লিটনকে পাওয়া যাবে না। সিরিজ শেষ হয়ে গেছে তার।”

পরে বিসিবির ভিডিও বার্তায় দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান আরেকটু বিস্তারিত।

“ম্যাচ চলার সময় আমরা লিটনকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড টু মাসল স্ট্রেইন। এই ধরনের ইনজুরি সারতে মোটামুটি তিন থেকে চার সপ্তাহ লেগে যায়। কাজেই এই সিরিজে আমরা লিটনকে আর পাচ্ছি না।”

লিটনকে এশিয়া কাপে পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৭ অগাস্ট থেকে শুরু এবারের এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের জন্য দল ঘোষণার শেষ দিন আগামী সোমবার।

হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের শুরুতে সাবধানী ব্যাটিংয়ে ফিফটি পূরণ করেন তিনি ৭৫ বলে। এরপর রানের গতি বাড়ান দারুণ সব শট খেলে। পরের ৩১ রান করেন স্রেফ ১৪ বলেই।

তবে একটি সিঙ্গেল নেওয়ার সময়ই বাধে বিপত্তি। অনসাইডে শটটি খেলে তিনি রান নিতে ছোটেন। রানের শেষ পর্যায়ে তাকে দেখা যায় খোঁড়াতে। একটু পরই পড়ে যান মাঠে। ফিজিও এসে চিকিৎসা দিলেও লাভ হয়নি। 

স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি