ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শুরুতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ১০ আগস্ট ২০২২

৮ বলের ব্যবধানে বাংলাদেশ হারালো ৩ উইকেট। তামিম-শান্তর পর ফিরলেন মুশফিকও। শর্ট বলে থার্ডম্যান অঞ্চলে আপার কাট করতে চেয়েছিলেন মুশফিক, কিন্তু ভাগ্য সহায় হয়নি। দৌঁড়ে এসে দারুণ ক্যাচ ধরেন এনগ্রাভা। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মুশফিক। মেডেন দিয়ে ২ উইকেট নেন ইভান্স।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রান।

ক্রিজে এসেই প্রথম বলে ফিরতে হয় শান্তকে। ইভানসের শর্ট বলে কাট করতে চেয়েছিলেন তিনি, বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো মাধেভেরের হাতে।

দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারলেন না তামিম ইকবাল। এনামুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩০ বলে ১৯ রান করেন তামিম। তার ইনিংসে চারের মার ছিল ৩টি।

ধীরগতির শুরুর কারণে বাংলাদেশ পিছিয়ে ছিল প্রথম দুই ম্যাচেই। তৃতীয় ম্যাচেও এর ব্যতিক্রম ঘটেনি। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে বাংলাদেশ করে মাত্র ২৬ রান।

বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে। মোস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে, অভিষেক হয়েছে ইবাদত হোসেনের। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।  

একাদশে যারা:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ,  তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি