ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তনের ইঙ্গিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ১০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। কিন্তু ওই সূচিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

বিশ্বকাপ শুরুর দিন একদিন এগিয়ে আসতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

প্রথা অনুযায়ী প্রতি চার বছর অন্তর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে ইতোমধ্যেই সেই প্রথা ভেঙ্গে প্রথমবারের মত নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। খেলার সূচিও ঘোষণা করা হয়েছে। 

কিন্তু সেই ঘোষিত সূচিতেও পরিবর্তনের আভাস দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হবার কথা রয়েছে। ওইদিন স্থানীয় সময় সকাল ১১টায় স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের ম্যাচটি হওয়ার কথা রয়েছে। অবশ্য আরও তিনটি ম্যাচ আছে ওইদিন। 

নেদারল্যান্ড বনাম সেনেগাল ও ইংল্যান্ড বনাম ইরানের মধ্যকার ম্যাচ দুটিও রয়েছে উদ্বোধনী দিনে। কাতারের ম্যাচের পর অনুষ্ঠিত হবার কথা রয়েছে যুক্তরাষ্ট্র বনাম ওয়েলসের মধ্যকার ম্যাচটি।

কিন্তু ২০০৬ জার্মান বিশ্বকাপ থেকে চলে আসা প্রথা অনুযায়ী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাধারণত স্বাগতিক দেশ অংশ নেয়। সে কারণেই কাতার বনাম ইকুয়েডরের ম্যাচটি ২১ তারিখের পরিবর্তে ২০ তারিখ দুপুর ২টায় আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে। 

২১ নভেম্বরের বাকি ম্যাচগুলোর সূচি অপরিবর্তিত থাকবে।

যদিও এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি, ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে অনুমোদিত হতে হবে।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো ও ছয়টি কনফেডারেশন (উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি ও ওএফসি)র সভাপতির সমন্বয়ে এই কাউন্সিল গঠিত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি