ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আফিফ-এনামুলের ব্যাটে বাংলাদেশের পুঁজি ২৫৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ১০ আগস্ট ২০২২

লজ্জা এড়ানোর লড়াইয়ে প্রত্যাশার পুঁজি পায়নি বাংলাদেশ। জিম্বাবুয়ে বোলারদের তোপে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে এনামুল হক বিজয় আর আফিফ হোসেনের ব্যাটে চড়ে ২৫৬ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।

২০১৩ সালের মে মাসে বাংলাদেশকে সর্বশেষ সিরিজে হারিয়েছিল জিম্বাবুয়ে। এবার তো হোয়াইটওয়াশ চোখ রাঙাচ্ছে।  প্রথম দুই ম্যাচে প্রায় তিনশোর কাছাকাছি স্কোর করেও তামিমরা হেরে গিয়েছিল।   

হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরেও এক পর্যায়ে ৮ বলের মাঝে পড়ে যায় ৩ উইকেট।

১৯ রান করা তামিম প্রান্তে পৌঁছানোর আগেই এনগারাভা স্টাম্প ভেঙে দেন। সফরকারীদের মোমেন্টাম বদলে যায় তার পরেই। 

দশম ওভারে চোখের পলকে জোড়া আঘাতে আরও দুই উইকেট তুলে নেন ব্র্যাড ইভান্স। ৯.১ ওভারে নাজমুল হোসেন শান্তকে (০) ব্যাকওয়ার্ড পয়েন্টে তালুবন্দি করিয়েছেন এই পেসার। চতুর্থ বলে বিপদ বাড়িয়ে দেন মুশফিক নিজেই। শর্টার লেংথের বলে অযথা আপার কাট করতে গিয়ে দারুণ এক ক্যাচে পরিণত হন এনগারাভার।

প্রাথমিক ধাক্কার পর এনামুল হক বিজয়ের আক্রমণাত্মক ব্যাটিং একটা পর্যায়ে নিয়ে যায় সফরকারীদের।

মনে হচ্ছিল প্রথম ম্যাচের না পাওয়া সেঞ্চুরিটি আজ হয়তো করে ফেলবেন বিজয়। কিন্তু লুক জঙউইর করা ২৫তম ওভারে ঘটে বিপত্তি। অফস্ট্যাম্পের বাইরের বলে লেট কাট করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন বিজয়। তার ৭১ বলে ৭৬ রানের ইনিংসে ছিল ৬ চারের সঙ্গে ৪টি ছয়ের মার।

এরপর আফিফ হোসেনের সঙ্গে মাহমুদউল্লাহর ৫৭ বলে ৪৯ রানের জুটি। জুটিটি ভাঙে ধীরগতির মাহমুদউল্লাহ এনগারাভার একটি বল উইকেটে টেনে এনে বোল্ড হলে। ৬৯ বলে ৩ বাউন্ডারিতে ৩৯ রান করেন মাহমুদউল্লাহ।

এরপর মেহেদি হাসান মিরাজও ২৪ বলে ১৪ রান করে সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হন। তাইজুল রানআউট হন ৫ রানে। ২২০ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে আফিফ হোসেন ধ্রুব প্রায় একাই দলকে লড়াকু পুঁজি পর্যন্ত টেনে নিয়ে যান। ইনিংসের শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকে বাংলাদেশকে এনে দেন ২৫৬ রানের সংগ্রহ। ৮১ বলে আফিফের ৮৫ রানের ইনিংসটিতে ছিল ৬ বাউন্ডারি আর ২টি ছক্কার মার।

জিম্বাবুয়ের হয়ে ৩৮ রানে দুটি উইকেট নিয়েছেন লুক জঙউই। ৫৩ রানে দুটি নেন ব্র্যাড ইভান্সও। একটি করে নিয়েছেন রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ৫০ ওভারে ২৫৬/৯ (এনামুল হক ৭৬, মাহমুদউল্লাহ ৩৯, আফিফ ৮৫*; জঙ্গোয়ে ২/৩৮, ইভান্স ২/৫৩)

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি