মুস্তাফিজ-এবাদত-তাইজুলের তোপে হারের মুখে জিম্বাবুয়ে
প্রকাশিত : ১৮:২৪, ১০ আগস্ট ২০২২ | আপডেট: ১৯:২৫, ১০ আগস্ট ২০২২
স্বরূপে দেখা দিলো টাইগাররা, আগের দুই ম্যাচে বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। শেষ ম্যাচে এবাদত-তাইজুল-মুস্তাফিজের তোপে দাঁড়াতেই পারছেন না জিম্বাবুইয়ান ব্যাটাররা।
চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক দল। ৮৭ রান তুলতেই হারিয়েছে ৯ উইকেট।
কাটার মাস্টার মুস্তাফিজের তুলে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে নিজের তৃতীয় ওভারে ফেরান জিম্বাবুয়ের দুই ব্যাটারকে। এর আগে তাইজুলের শিকার ২ দুই উইকেট।
এছাড়া অভিষেকে নেমেই নিজের দ্বিতীয় ওভারে দুই উইকেট তুলে নিলেন ইবাদত হোসেন চৌধুরি। নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে নিলেন ২ উইকেট। দুই ম্যাচের সেঞ্চুরিয়ান সিকান্দার রাজাকে ০ রানে ফেরান তিনি। সরাসরি বোল্ড হয়ে ফিরে যান রাজা। এর আগের বলে ইবাদতের বলে ওয়েসলে মাদভেরে ক্যাচ তুললে মিরাজের হাতে ধরা পড়েন।
পুঁজিটা খুব বড় নয়, ২৫৬ রানের। তবে বোলিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারেই আঘাত হানেন পেসার হাসান মাহমুদ।ডানহাতি এই পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন তাকুদজানাশে কাইতানো (০)।
পরের ওভারে মেহেদি হাসান মিরাজ বোল্ড করে দিয়েছেন তাদিওয়ানাশে মারুমানিকে (১)। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে স্টাম্প হারিয়েছেন এই ওপেনার।
এর আগে হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় আর আফিফ হোসেনের ব্যাটে চড়ে ৯ উইকেটে ২৫৬ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।
২০১৩ সালের মে মাসে বাংলাদেশকে সর্বশেষ সিরিজে হারিয়েছিল জিম্বাবুয়ে। এবার তো হোয়াইটওয়াশ চোখ রাঙাচ্ছে। প্রথম দুই ম্যাচে প্রায় তিনশোর কাছাকাছি স্কোর করেও তামিমরা হেরে গিয়েছিল।
বাংলাদেশ ৫০ ওভারে ২৫৬/৯ (এনামুল হক ৭৬, মাহমুদউল্লাহ ৩৯, আফিফ ৮৫*; জঙ্গোয়ে ২/৩৮, ইভান্স ২/৫৩)
এএইচ