ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

স্যান্টনার-নিশাম নৈপুণ্যে জয়ে শুরু কিউয়িদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১১ আগস্ট ২০২২

মিচেল স্যান্টনার ও জেমস নিশামের দুর্দান্ত নৈপুণ্যে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই শুরু করল সফরকারী নিউজিল্যান্ড।

বুধবার রাতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড ১৩ রানে হারিয়েছে নিকোলাস পুরানের দলকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল।

কিংস্টনে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে ৪৫ বলে ৬২ রানের উড়ন্ত সূচনা এনে দেন নিউজিল্যান্ডকে। যদিও অষ্টম ওভারেই পরপর দুই বলে গাপটিল ও কনওয়ের বিদায় নিশ্চিত করেন ক্যারিবীয় পেসার ওডিন স্মিথ। গাপটিল ১৭ বলে ১৬ ও কনওয়ে ২৯ বলে ৪৩ রান করে আউট হন। 

মিডল-অর্ডারে গ্লেন ফিলিপস ১৭ ও ড্যারিল মিচেল ১৬ রানের বেশি করতে না পারলেও অধিনায়ক উইলিয়ামসনের ব্যাটে রানের চাকা দ্রুতই ঘোরে নিউজিল্যান্ডের। ১৮তম ওভারে ৪৭ রানে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। ৩৩ বল খেলে কনওয়ের মত ৪টি চার ও ২টি ছক্কা মারেন কিউয়ি দলপতি। 

দলীয় ১৪৯ রানে উইলিয়ামসন ফিরলেও নিউজিল্যান্ডকে বড় স্কোর এনে দেন ছয় নম্বরে নামা জিমি নিশাম। যাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটাই নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। 

১৫ বলে অপরাজিত ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন নিশাম। ৩টি ছক্কা ও ২টি চার মারেন এই বাঁহাতি। অন্যদিকে, ক্যারিয়ার সেরা বোলিং করে ৩২ রানে ৩ উইকেট নেন স্মিথ।

১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার। স্যান্টনারের বোলিংয়ে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। সেই চাপ থেকে ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৬তম ওভারে ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের মুখে পড়ে স্বাগতিকরা। তবে অষ্টম উইকেটে দারুণ এক জুটি গড়ে শেষ মুর্হূতে লড়াইয়ের সাহস দেখান রোমারিও শেফার্ড ও স্মিথ। 

১৭ থেকে ১৯ ওভার পর্যন্ত তিন ওভারে ৪৬ রান তোলেন দুজনে। তবে শেষ ওভারে জয়ের জন্য ২৬ রানের চ্যালেঞ্জে জিততে পারেননি শেফার্ড-স্মিথ। ২৬ বলে অবিচ্ছিন্ন ৫৮ রাানের এই জুটিতেই মূলত বড় ব্যবধানে হার থেকে রক্ষা পায় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শামারাহ ব্রুকস। শেফার্ড ১৬ বলে ৩১ ও স্মিথ ১২ বলে ২৭ রান করেন। স্যান্টনার ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি