ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ব্যর্থ মিশন শেষে ঢাকায় ফিরছেন তামিমরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১২ আগস্ট ২০২২

দুই ফরম্যাটেই ২-১ এ সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ দল দেশে ফিরছে। ব্যর্থ মিশন শেষে শুক্রবার বিকাল ৫টায় ঢাকায় নামবেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা।

দেশে ফিরে কয়েক দিনের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তবে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ক্যাম্পে যোগ দিতে হবে তাদের। এসময়ে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন চলবে। কোচিং স্টাফের সদস্যরা সবাই চলে আসবেন আগামী ১৯ আগস্ট। পরদিনই জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় কোচদের সঙ্গে মিটিং করবেন বিসিবির পরিচালকরা। 

জিম্বাবুয়ে সফর অনেকটা দুঃস্বপ্নই উপহার দিয়েছে বাংলাদেশ দলকে। দুই ফরম্যাটেই স্বাগতিকদের কাছে সিরিজ হেরেছে টাইগাররা। ক্রিকেটারদের ব্যর্থতাই দলকে ডুবিয়েছে। দলীয় স্বার্থ রক্ষায় অক্ষম ছিলেন বেশিরভাগ ব্যাটসম্যানই। কারো কারো ব্যাটিংয়ে ফুটে উঠেছিল ব্যক্তিগত অর্জনের নেশা। আবার অনেকে প্রাচীন যুগের ব্যাটিং করে দলের হার ডেকে আনেন। বোলাররাও দলকে প্রয়োজনীয় সার্ভিস দিতে পারেননি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি