ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

উইন্ডিজে সাইফের শতকের পর মৃত্যুঞ্জয়ের তোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ১৩ আগস্ট ২০২২

সাইফ হসান

সাইফ হসান

ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় চারদিনের টেস্টে টপ অর্ডারের ব্যর্থতার মাঝেও সেঞ্চুরি হাঁকিয়েছেন সাইফ হাসান। তার অনবদ্য ১৪৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ এ দলের স্কোর পৌঁছায় ৩০০ রানে। এরপর বল হাতে দাপট দেখান মৃত্যুঞ্জয় চৌধুরী। এই পেসারের তোপের মুখে ৩০ রানেই ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। 

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ‘এ’ দল শুক্রবার ৯ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। 

জবাবে তৃতীয় দিন শেষে ২ উইকেট খুইয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৩ রান। এখনও তারা প্রথম ইনিংসে পিছিয়ে আছে ২৫৭ রানে।

শেষ বিকেলে ব্যাট হাতে নেমে মৃত্যুঞ্জয়ের পেস তোপের মুখে পরপর দুই ওভারে দুই ব্যাটারকে হারায় উইন্ডিজ। ইনিংসের ১০ম ওভারে ওপেনার জেরেমি সোলোজানোকে (১০) বোল্ড করেন মৃত্যুঞ্জয়। নিজের পরের ওভারেই বিদায় করেন তিনে নামা কেসি কার্টিকে। শূন্য হাতেই মাঠ ছাড়েন এই ক্যারিবীয়।

এরপর চন্দরপল পুত্র ত্যাগনারিন চন্দরপল আর অধিনায়ক জশুয়া ডা সিলভার দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো বিপদ ছাড়াই দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে জুনিয়র চন্দরপল ২১, জশুয়া ১২ রানে অপরাজিত।

এর আগের দিন নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। তবে চাপ সামলে একাই লড়াই চালিয়ে ব্যাটার সাইফ হাসান দিন শেষে অপরাজিত ছিলেন ৬৩ রানে। পরের দিন নেমে উইকেটরক্ষক জাকের আলি অনিকের সঙ্গে শতরান ছাড়ানো জুটি গড়ে সাইফ পেয়ে যান সেঞ্চুরির দেখা।

ব্যক্তিগত ৩৩ রানে জাকের আলি আউট হলে ভাঙে ১০১ রানের ষষ্ঠ উইকেট জুটি। এর মাঝেই ক্যারিবীয় বোলারদের শাসন করে শতক হাঁকানো সাইফ ছোটেন দলীয় সংগ্রহ বড় করার পথে। তবে ১৪৬ রানের সাইফ আউট হতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

প্যাভিলিয়নে ফেরার আগে ৩৪৮ বলে ১৩টি চার ও চারটি ওভার বাউন্ডারি আসে সাইফের ব্যাট থেকে। পরে ৮ ওভার হাত ঘুরিয়ে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি