ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ইলনের টুইট কেবলই রসিকতা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১৭ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:২০, ২৬ আগস্ট ২০২২

সম্প্রতি ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ইচ্ছা প্রকাশ করে টুইট করেছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। পরে অবশ্য তিনি জানিয়েছেন ওই টুইটটি কেবল রসিকতা করেই দিয়েছিলেন তিনি। 

টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছিলেন, 'আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।'

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের চলতি বছরের র‍্যাঙ্কিং অনুসারে, পৃথিবীর তৃতীয় মূল্যবান ক্লাব হলো ম্যান ইউনাইটেড। তাদের মোট সম্পদের পরিমাণ ৪.৬ বিলিয়ন ডলার। তালিকায় রেড ডেভিলদের উপরে আছে কেবল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

গতবছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন ইউরো দিয়ে ক্লাবটি কিনেছিল তারা।

বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তাই তার পক্ষে ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় না হলেও, শেষ পর্যন্ত ইলন জানান, ফুটবল ক্লাব কেনার বিষয়ে তার করা টুইটটি ছিলো কেবলই রসিকতা। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি