ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া কাপ থেকেই দলকে উন্নতির ধারায় ফেরাতে চান সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২২ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:১৯, ২২ আগস্ট ২০২২

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

Ekushey Television Ltd.

এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্ণামেন্ট খেলতে ২৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। এর তিন দিন পর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। তার আগে সোমবার (২২ আগস্ট) এশিয়া কাপ নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব আল হাসান এসময় আসন্ন এই টুর্ণামেন্ট থেকেই উন্নতির ধারায় ফেরার আশাবাদ ব্যক্ত করেন। আর এ বিষয়ে নতুন কোচিং স্টাফ শ্রীরামের সাথে কথা বলেই এশিয়া কাপের পরিকল্পনা করা হবে বলে জানান।

সেইসঙ্গে ‘বাংলাদেশ ভালো করবে’-এ ধরনের কথা বারবার বলাই আমাদের ক্রিকেটের জন্য এক ধরনের ব্যর্থতা বলে মন্তব্য করেন সাকিব।

এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য কঠিন হবে উল্লেখ করে অধিনায়কের বাস্তবসম্মত প্রত্যাশা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের দুই ম্যাচ জয়।

সাকিব বলেন, ‘(ফাইনাল) আমাদের জন্য কঠিন। বাস্তবিকভাবে আমরা যদি দুইটা ম্যাচ ভালো করতে পারি, বা আগের দুই বছর যেমন ক্রিকেট খেলেছি বা শেষ কয়েকটা সিরিজ খেলছি, তাতে উন্নতির ছাপ রাখতে পারলে সেটা এ টুর্নামেন্টে আমাদের জন্য অর্জন।’

বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এ টি-টোয়েন্টি তারকা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অর্জন হবে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করা ও ধারাবাহিক দলে পরিণত হওয়া।

সাকিব বলেন, ‘আমাদের যে খেলোয়াড় আছে, সেটাকে যেন আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি। আমি বিশ্বাস করি, আমরা ভালো দল। আর এমন না যে আমরা করে দেখাইনি। আমরা যদি একবার-দুইবার করে থাকি তার মানে আমাদের ওই সক্ষমতা আছে।

‘আমাদের রিসোর্স ভালোভাবে ব্যবহার করতে পারলে আমরা এমন একটা দলে পরিণত হব যারা নিয়মিত ভালো ম্যাচ খেলে। জেতা শুরু করব। যদি হেরেও যাই তাহলে শেষ ওভারে গিয়ে হারব। যেটা দেখে বোঝা যাবে যে আমাদের উন্নতি হচ্ছে।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে দেশের ক্রিকেটকে নতুন করে সাজানোর কথা বলছে বিসিবি। বারবারই বলা হচ্ছে, মানসিকতা বদলে ফেলার কথা। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর ফিলোসোফি পছন্দ হচ্ছে না তাদের।

বোর্ডের পক্ষ থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথাও ঘুরেফিরে আসছে। এসবের মধ্যেই সদ্য টি-টোয়েন্টির দায়িত্ব পাওয়া অধিনায়ক বিসিবির উদ্দেশ্যে বলেন, এখানে ক্লাস ফোর-ফাইভের ছাত্র কেউ না। কাউকে দায়িত্ব বুঝিয়ে দেয়া খুব বেশি জরুরি না; সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস করি।

তিনি বলেন, এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না। ’

এদিকে, বাংলাদেশের ক্যাম্পে রোববার যোগ দিয়েছেন টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কোচ এস শ্রীরাম। সংবাদ সম্মেলনে সাকিব জানান, আজই নতুন কোচের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে।

সাকিব বলেন, ‘যেটা হচ্ছে যে, সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনি করি। এর জন্য আলাদা করে বলে দেয়ার কিছু নাই।’

এদিকে, মঙ্গলবার আরব আমিরাতে যাওয়ার পর সেখানে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতির পরবর্তী পর্যায় শুরু করবেন সাকিব-মুশফিকরা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি