ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডোমিঙ্গো বাদ, হেডকোচ ছাড়াই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ২২ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:৩৪, ২২ আগস্ট ২০২২

ডোমিঙ্গো, সুজন ও সাকিব

ডোমিঙ্গো, সুজন ও সাকিব

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি দলের হেড কোচের পদ থেকে সরিয়ে দেয়া হল প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গোকে। সংক্ষিপ্ততম এই ফরম্যাটটিতে নতুন করে কোনো হেড কোচেরও নিয়োগ দেয়নি বিসিবি। ফলে আসন্ন এশিয়া টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে হেডকোচ ছাড়াই খেলতে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার দুপুরে সাংবাদিকদের সামনে এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সম্প্রতি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। তিনি দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবেই থাকছেন বলে জানান বোর্ড প্রধান।

পাপন বলেন, রাসেল ডোমিঙ্গো এশিয়া কাপে দলের সঙ্গে থাকছেন না। সেক্ষেত্রে হেড কোচ ছাড়াই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। আর শ্রীরাম দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবেই কাজ করবেন।

মূলত টেস্ট ও ওয়ানডে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কারণেই টি-টোয়েন্টি থেকে রাসেল ডোমিঙ্গোকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি।

এছাড়াও দলের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পাশাপাশি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিসিবি সভাপতি স্বয়ং থাকবেন বলে জানিয়েছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি