ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার কাছে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৫ আগস্ট ২০২২

এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে আস্ট্রেলিয়ার কাছে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বুধবার বাহরাইনে এগিয়ে থেকেও লাল-সবুজের দল ৩-২ সেটে হেরে যায়।

প্রথম সেট ৩১-২৯ পয়েন্টে জেতে লাল-সবুজের জার্সিধারীরা। দ্বিতীয় সেট হেরে যায় ১৮-২৫ পয়েন্টে। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু চতুর্থ সেট ১৭-২৫ ব্যবধানে হারলে ২-২ এ সমতা ফেরে অস্ট্রেলিয়া। 

শেষ সেটেও হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। 

এই ম্যাচ হারলেও আগের ম্যাচে শক্তিশালী ইরানকে হারানোয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ভলিবল দল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি