ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এবারও বার্সার গ্রুপে বায়ার্ন, সহজ গ্রুপে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমেও বড় কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। যাদের কাছে হেরে শেষ দুই আসরে বিদায় নিতে হয়েছিল, সেই বায়ার্ন মিউনিখের সঙ্গেই গ্রুপ 'সি' তে পড়েছে কাতালান ক্লাবটি।

শুধু তাই নয়, বায়ার্ন মিউনিখের সঙ্গে একই গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলানকেও পেয়েছে জাভির দল।

বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তানবুলে হ্যালিক কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র।

যেখানে সহজ গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ। 'এফ' গ্রুপে পড়া রিয়ালের তিন প্রতিপক্ষ লাইপজিগ, শাখতার দোনেৎস্ক, সেল্টিক। মেসি-নেইমারদের পিএসজিও পড়েছে অপেক্ষাকৃত সহজ গ্রুপে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে :

গ্রুপ এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স,

গ্রুপ বি: পোর্তো, আথল্যাটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, ক্লাব ব্রুজ।

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্তোরিয়া প্লাজেন।

গ্রুপ ডি: আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্তিং লিসবন, মার্সেই।

গ্রুপ ই: এসি মিলান, চেলসি, সালসবুর্ক, দিনামো জাগরেব।

গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার দোনেৎস্ক, সেল্টিক।

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন।

গ্রুপ এইচ: পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি খাইফা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি