ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

উয়েফার বর্ষসেরা ফুটবলার বেনজেমা-পুতেয়াস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২৬ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:৩৪, ২৬ আগস্ট ২০২২

উয়েফার দুই বর্ষসেরা ফুটবলার

উয়েফার দুই বর্ষসেরা ফুটবলার

দুর্দান্ত পারফম্যান্সের পুরষ্কার পেলেন করিম বেনজেমা। ক্লাব সতীর্থ থিবো কর্তোয়া ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি-ব্রুইনাকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলার হলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। 

ঘরোয়া লিগ কিংবা আন্তর্জাতিক- দুই ক্ষেত্রেই গেল মৌসুমে দূর্বার ছিলেন বেনজেমা। রিয়ালকে লা-লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রাখেন এই ফরাসি ফরোয়ার্ড।

বৃহস্পতিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের অনুষ্ঠানে গেল মৌসুমের সেরা খেলোয়ারদের নাম ঘোষণা করে উয়েফা। আর প্রত্যাশা অনুযায়ী, পুরষ্কারটা জিতে নেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন বেনজেমা। ৪৮ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার জাদুকরী পারফরম্যান্সে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও লা-লিগা ও স্প্যানিশ সুপার কাপও জিতে নেয় রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, নিজ দেশ ফ্রান্সকে জিতিয়েছেন উয়েফা নেশন্স কাপ।

এদিকে উয়েফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন রিয়াল বস কার্লোস অ্যানচেলত্তি। বর্ষসেরা উদিয়মান খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন একই দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস (ভিনি) জুনিয়র।

এছাড়া উয়েফার মৌসুম সেরা নারী খেলোয়ার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আলেক্সিয়া পুতেয়াস। আর বর্ষসেরা নারী কোচ ইংল্যান্ডের ইউরো জয়ী সারিনা ওয়েগমান।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি