ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘ভারত-পাকিস্তান ম্যাচে কোন দলই এগিয়ে কিংবা পিছিয়ে নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২৮ আগস্ট ২০২২

এশিয়া কাপের ১৫তম আসরে আজ রোববার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে কোন দলকেই এগিয়ে রাখছেন না টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি গাঙ্গুলী জানান, টি-টোয়েন্টিতে যে কোন কিছুই হতে পারে। তাই ভারত-পাকিস্তান ম্যাচে কোন দলই এগিয়ে কিংবা পিছিয়ে নেই।

এশিয়া কাপের সূচি চূড়ান্ত হবার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। কে জিতবে? কে হারবে? এমন আলোচনায় মাতেন ক্রিকেটভক্তরা, সেই সঙ্গে সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও।

ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন, দুই চিরপ্রতিন্দ্বন্দির ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলীও। ভারতের সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ অন্য যেকোনও ম্যাচের মতোই। এটা ঠিক, এই ম্যাচে আলাদা চাপ থাকে। তবে রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলিরা ভালই জানে কিভাবে চাপ সামলাতে হয়। তবে এ ম্যাচে কেউই এগিয়ে বা পিছিয়ে নেই। টি-টোয়েন্টিতে যেকোন কিছুই হতে পারে।”

ভারত-পাকিস্তান ম্যাচে কারা এক্স-ফ্যাক্টর হবে সেটিও বলেছেন সৌরভ। তিনি বলেন, ‘দারুন এক ম্যাচ অপেক্ষা করছে। এ ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে পারে রোহিত, কোহলি, জাদেজা। আর পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এরা জ্বলে উঠলে নিজ-নিজ দল জিতে যাবে।”

ইনজুরির কারণে পাকিস্তান দলে নেই শাহিন শাহ আফ্রিদি। অনেকেই বলছেন, এতে সুবিধা পাবে ভারত। তেমনটা মনে করেন না সৌরভ। তিনি বলেন, “ভারতেরও তো জসপ্রিত বুমরাহ নেই। তাই একজন ক্রিকেটারের না থাকা বড় পার্থক্য গড়ে দিতে পারবে না।”

কোহলির ব্যাটে অনেক ধরে বড় ইনিংস নেই। এই নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বহু। অনেকের মত সৌরভও ফর্মে না থাকা কোহলির ব্যাটে বড় ইনিংসের প্রত্যাশায় আছেন। 

তিনি বলেন, ‘কোহলির ব্যাটে রান না থাকলেও, অনেক বড় ক্রিকেটার সে। অনেক দিন ধরে খেলছে। তার অভিজ্ঞতা প্রচুর। রান করার ফর্মূলা খুব ভালো করেই জানে সে। তাই দ্রুতই বড় ইনিংস খেলবে কোহলি।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি