টি-২০ তে সর্বোচ্চ রানের মালিক রোহিত
প্রকাশিত : ১৫:৪৫, ২৯ আগস্ট ২০২২
নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
রোববার দুবাইয়ে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১২ রানের ছোট ইনিংস খেলেন রোহিত। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক এখন রোহিত।
১৩৩ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩ হাজার ৪৯৯ রান করেছেন রোহিত। আর ১২১ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ২০টি হাফ-সেঞ্চুরিতে ৩৪৯৭ রান গাপটিলের। তাই গাপটিলের চেয়ে মাত্র ২ রানে এগিয়ে রোহিত।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১০০ ম্যাচে ৩০টি হাফ-সেঞ্চুরিতে ৩ হাজার ৩৪৩ রান করেছেন কোহলি। রোববার রাতে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন কোহলি।
এসএ/