ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জিততেই হবে পাকিস্তানকে, বিপদসীমায় শ্রীলঙ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

চলমান উত্তেজনাপূর্ণ এশিয়া কাপের এ-গ্রপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের পথে এক পা বাড়িয়ে রাখল ভারত। যদিও পরিস্থিতির নিরিখে পাকিস্তানের সুপার ফোরে জায়গা করে নেয়া আটকে যাবে বলে মনে হয় না।

তার জন্য বাবর আজমদের একটাই কাজ করতে হবে, যা এমন কঠিন নয় কিছু। লিগে নিজেদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে দুর্বল হংকংকে হারালেই পরের রাউন্ডে চলে যাবে পাকিস্তান। কেননা পাকিস্তানকে হারানো টিম ইন্ডিয়া তাদের পরের ম্যাচে হংকংয়ের কাছে হারবে- এমনটা ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃস্বপ্নেও ভাবা সম্ভব নয়।

সুতরাং, ভারত ও পাকিস্তান উভয় দলই যদি হংকংকে হারায় (সেটাই প্রত্যাশিত), তবে এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার ফোরে যাবে ভারত ও দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরের টিকিট অর্জন করবে পাকিস্তান।

অন্যদিকে, বি-গ্রুপের লড়াই জমিয়ে দিয়েছে আফগানিস্তান। তারা উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে নেট রান-রেট এতটাই বাড়িয়ে নিয়েছে যে, আফগানদের সুপার ফোরে যাওয়া কার্যত নিশ্চিত বলে মনে হচ্ছে। 

এক্ষেত্রে শ্রীলঙ্কা রয়েছে প্রবল চাপে। তারা যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে না পারে, তবে লিগ পর্বেই শেষ হয়ে যাবে সিংহলিজদের এবারের এশিয়া কাপ অভিযান।

অবশ্য সেক্ষেত্রে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফল কী হয়- সেদিকেও নজর রাখতে হবে শ্রীলঙ্কাকে। 
আর যদি বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা হেরে যায়, তবে বি-গ্রুপ থেকে আফগানিস্তান ও বাংলাদেশ সুপার ফোরে যাবে। তখন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে যে দল জিতবে, সেই দলই বি গ্রুপে এক নম্বর দলের মর্যাদা পাবে।

এক নজরে এশিয়া কাপ ২০২২-এর পয়েন্ট টেবিল:

এ-গ্রুপ:
১. ভারত: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট +০.১৭৫)।
২. পাকিস্তান: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -০.১৭৫)।
৩. হংকং: ম্যাচ-০, জয়-০, হার-০, পয়েন্ট-০ (নেট রান-রেট ০.০০০)।

বি-গ্রুপ:
১. আফগানিস্তান: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট +৫.১৭৬)।
২. শ্রীলঙ্কা: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -৫.১৭৬)।
৩. বাংলাদেশ: ম্যাচ-০, জয়-০, হার-০, পয়েন্ট-০ (নেট রান-রেট ০.০০০)।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি