উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় সিডন্স
প্রকাশিত : ১৭:৩৬, ৩০ আগস্ট ২০২২
এনামুল হক বিজয় ও জেমি সিডন্স
আফগানিস্তানের বিপক্ষেই এশিয়া কাপ মিশন শুরু করছে বাংলাদেশ। শারজায় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এই ম্যাচটি দারুণ উপভোগ্য হবে বলেই মনে করছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন অস্ট্রেলীয় এই কোচ।
সাম্প্রতিককালে টি-টোয়েন্টিতে মোটেও ভালো করছে না বাংলাদেশ। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে টাইগাররা। এরমধ্যে জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজেও হার ছিল।
এশিয়া কাপ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তৃতীয়বারের মত অধিনায়ক হওয়া সাকিব আল হাসানের নেতৃত্বে ভালো করতে উদগ্রীব টাইগাররা।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে গত কিছুদিন দুবাইয়ের মাঠে প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছে সাকিব বাহিনী। তাই আফগানদের বিপক্ষে খেলতে দল পুরোপুরিভাবে প্রস্তুত, বলেছেন সিডন্স।
শারজায় টিম হোটেলে জিম করার সময় দেয়া ওই ভিডিও বার্তায় সিডন্স বলেন, ‘আমি এখন জিমে। ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে কথা বলছি। আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের মধ্যে আবহ ভালো, সবাই ফিট আছে। মাঠে নামতে প্রস্তুত আমরা। এখনই একাদশ নয়, সম্ভবত টসের পরই তা জানা যাবে। আশা করছি, দারুণ একটি ম্যাচ হবে আজ। আশা করি আপনারা টিভিতে দেখতে পাবেন।’
এশিয়া কাপে এ পর্যন্ত তিনবার ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ দুই আসরের ফাইনালিষ্ট ছিল টাইগাররাই। দু’বারই ভারতের কাছে হারতে হয় টাইগারদের। আর ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ফাইনাল হেরেছিল বাংলাদেশ।
এদিকে, ইতোমধ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। তাই আত্মবিশ্বাসী হয়েই টাইগারদের মুখোমুখি হবে আফগানরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নাঈম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, সাব্বির রহমান, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:
হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
এনএস//