ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

অতঃপর ভ্যালেন্সিয়ায় কাভানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ৩০ আগস্ট ২০২২

এডিনসন কাভানি

এডিনসন কাভানি

দুই বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায় যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির সাবেক স্ট্রাইকার এডিনসন কাভানি। সোমবার স্পেনের ক্লাবটির পক্ষ থেকে এ তথ্য জাননো হয়। 

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি এজেন্টে ছিলেন ৩৫ বছর বয়সি উরুগুয়ের এই ফুটবল তারকা। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। প্যরিসে থাকাকালে ২০০ গোল করেন এই তারকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এডিনসন কাভানির সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছে ভ্যালেন্সিয়া এফসি। যার মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ১৩ জুন।’

উরুগুয়ে জাতীয় দলের হয়েও এ পর্যন্ত ১৩৩টি ম্যাচে ৫৮ গোল করেছেন কাভানি। তার ইচ্ছা জাতীয় দলের হয়ে ২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণ। 

বর্তমনে ভ্যালেন্সিয়ার কোচের দায়িত্বে আছেন ইতালির জেনারো গাত্তুসো, যিনি নাপোলিকে ২০২০ ইতালীয় কাপের শিরোপা পাইয়ে দিয়েছেন।

লা লিগায় নবম স্থান নিয়ে গত মৌসুম শেষ করে ভ্যালেন্সিয়া। ওই মৌসুমে কোপা দেল রের ফাইনালে খেললেও টাইব্রেকারে রিয়াল বেটিসের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় ক্লাবটি।

চলতি নতুন মৌসুমে তিন ম্যাচে একমাত্র জয়ে তিন পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভ্যালেন্সিয়া। সর্বশেষ ৩০ আগস্টের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে যায় দলটি। 

আগামী ৫ সেপ্টেম্বর গেটাফে ও ১০ সেপ্টেম্বর রায়ো ভায়কানোর বিপক্ষে নতুন এই ক্লাবটির হয়ে মাঠে নামবেন কাভানি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি