ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাউদাম্পটনের কাছে চেলসির হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুতেই দ্বিতীয় ম্যাচ হেরে বসলো চেলসি। মঙ্গলবার সেন্ট মেরি’স স্টেডিয়ামে ২-১ গোলে তাদের হারিয়েছে সাউদাম্পটন। 

দুই ম্যাচে তৃতীয় গোল করে ২৩ মিনিটে রহিম স্টার্লিং চেলসিকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পর সাউদাম্পটন সমতা ফেরায় ১৮ বছর বয়সী রোমিও লাভিয়ার দর্শনীয় স্ট্রাইকে। প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকরা লিড নেয়। অ্যাডাম আর্মস্ট্রংয়ের শট চেলসির খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়।

ম্যাচ শেষে চেলসি কোচ থমাস টুখেল বলেছেন, “আমি জানি না উদ্বেগ সঠিক শব্দ কি না। আমি হারতে একদমই অপছন্দ করি, এই মৌসুমে এটি দ্বিতীয়বার। আমি মনে করি না আমাদের হারাতে অনেক কষ্ট করতে হয়। আমাদের হারানো, দ্বিধায় ফেলা সহজ, খুব সহজ। লিডসের বিপক্ষে এটা হয়েছিল। আমাদের কারণ বুঝতে হবে এবং সমাধান খুঁজতে হবে।”

৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে চেলসি। সমান পয়েন্টে তাদের ঠিক উপরে সাউদাম্পটন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি