ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ভারত শিবিরে হংকংয়ের দ্বিতীয় হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৩১ আগস্ট ২০২২ | আপডেট: ২১:১৮, ৩১ আগস্ট ২০২২

ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে টস জিতে দুর্দান্ত সাহস দেখালেন হংকং অধিনায়ক নিজাকাত খান। বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপকেই কিনা আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

হংকংয়ের ইচ্ছা, ভারতের করা রান দ্বিতীয় ইনিংসে তাড়া করবেন তারা। তাইতো আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

তবে বোলিং নিয়ে শুরুতেই ভারতকে চেপে ধরতে পারেনি হংকং। বরং দেখেশুনে খেলে উল্টো চার্জ করে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

প্রথমে বাউন্ডারি না পেলেও দুজনেই হাঁকান একটি করে ছক্কা। পরে অবশ্য আরো দুটি চার আসে রোহিতের ব্যাট থেকে। যার ফলে পঞ্চম ওভারেই ৩৮ রান তুলে ফেলে মেন ইন ব্লু। তবে আয়ুশ শুক্লার ওই ওভারের পঞ্চম বলেই বিভ্রান্ত হয়ে মিডঅনে সহজ ক্যাচ তুলে দেন রোহিত।

যাতে থেমে যায় ভারত অধিনায়কের ১৩ বলে খেলা ২১ রানের ক্যামিও ইনিংসটি। আর ভারতও হারায় তাদের প্রথম উইকেট। রোহিতের বিদায়ে ক্রিজে রাহুলের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি।

কিছুক্ষণ পরে আউট হয়ে ফেরেন রাহুলও। ৩৯ বলে ৩৬ করে মোহাম্মদ গজনফরের শিকার হন তিনি। যার ফলে ৯৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। সূর্যকুমার যাদব ১৬ রানে এবং কোহলি ৪৫ রানে ক্রিজে আছেন।

ভারতের একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, ঋষভ পন্ট (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও আর্শদীপ সিং।

হংকংয়ের একাদশ
নিজাকত খান (ক্যাপ্টেন), বাবর হায়াত, ইয়াসিম মুর্তাজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাকেচনি (উইকেটকিপার), হারুন আরশাদ, এজাজ খান, জীশান আলি, এহসান খান, আয়ুষ শুক্লা ও মোহাম্মদ গজনফর।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি