ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

১৬ ওভারে হংকংয়ের স্কোর ১০৮/৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ৩১ আগস্ট ২০২২ | আপডেট: ২৩:০৪, ৩১ আগস্ট ২০২২

বাবর হায়াত

বাবর হায়াত

ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে টস জিতে দুর্দান্ত সাহস দেখালেন হংকং অধিনায়ক নিজাকাত খান। তবে তার দলের বোলারদের তুনোধুনো করে তাণ্ডুবে ফিফটি তুলে নিয়েছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। এ দুই ব্যাটারের ঝোড়ো ফিফটিতে হংকংকে ১৯৩ রানের বিশাল লক্ষ্য দিল ভারত

যে লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকং দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারালেও, ষষ্ঠ ওভারের শেষে গিয়ে তাদের দ্বিতীয় উইকেট তুলে নিতে পারেন ভারত। তবে এই সময়ের মধ্যেই দলীয় স্কোরকে পঞ্চাশ পার করেন বাবর হায়াত।

বিদায় নেয়া দুই ওপেনার ইয়াসিম মুর্তাজা ৯ রানে এবং অধিনায়ক নিজাকাত খান ১০ রানে আউট হন। তবে দুই ছক্কা ও তিন চারের মার মেরে অপরাজিত আছেন বাবর হায়াত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১০৮ রান। বাবর হায়াত ৪১ রানে এবং আইজাজ খান ১৪ রান করে আউট হন।কিঞ্চিত শাহ ২৬ রানে এবং জিশান আলি ১ রানে ক্রিজে আছেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি