ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মুশফিককে ছোঁয়ার অপেক্ষায় সাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ৩১ আগস্ট ২০২২

সাকিব ও মুশফিক

সাকিব ও মুশফিক

Ekushey Television Ltd.

চলতি এশিয়া কাপে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামলেই অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমকে ছুঁয়ে ফেলবেন দলনেতা সাকিব আল হাসান।

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। এখন পর্যন্ত ২২টি ম্যাচে অধিনায়কত্ব করা সাকিব ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে টস করতে নামলেই নাম লেখাবেন মুশফিকের পাশে।

শুধুমাত্র ম্যাচে নেতৃত্ব দিয়েই নয়, জয়ের দিক দিয়েও মুশফিককে স্পর্শ সুযোগ থাকছে সাকিবের সামনে। এদিন জিতলেই অধিনায়ক হিসেবে অষ্টম জয়ের স্বাদ পাবেন সাকিব। 

এর আগে মুশফিকও অধিনায়ক হিসেবে ৮টি টি-টোয়েন্টি ম্যাচে জয় উপহার দিয়েছিলেন দলকে। যেখানে মুশফিকের হার ছিল ১৪টি ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। অন্যদিকে, সাকিবের নেতৃত্বে ১৫টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও জয়ের রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ১৬টিতে জয় এনে দিয়েছেন মাহমুদুল্লাহ। তার অধীনে ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি