ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ওপেনিংসহ দলে আসছে একাধিক পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ১ সেপ্টেম্বর ২০২২

আফগানিস্তানের কাছে ধাক্কা খেয়েছে দুই দলই। অবস্থান করছে একই সেতুতে। এখন সেই সেতু পার হতে পারবে কোন দল, সেটা জানা যাবে আজ রাতেই। বাংলাদেশ-শ্রীলঙ্কার সামনে সমীকরণটাও স্পষ্ট। জিতলে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হবে। আর হারলেই ফিরতে হবে দেশে।

এশিয়া কাপে আজ (১ সেপ্টেম্বর) বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুবাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। 

পরিসংখ্যান বলছে- এগিয়ে শ্রীলঙ্কা। এর আগে ১২ ম্যাচ খেলেছে দুই দল। যার মধ্যে ৮ বার জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ৪ বার।

আফগানদের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি, বোলিংয়ের শেষটাও খারাপ হয়েছে বাংলাদেশের। আজ তাই পারফরম্যান্সে উন্নতি আবশ্যক। যে কারণে পরিবর্তন আসছে একাদশেও। 

দল সূত্রে জানা গেছে, একাদশে আজ একাধিক পরিবর্তন হতে পারে। বিশেষ করে ওপেনিং জুটিতে পরিবর্তন প্রায় নিশ্চিত। গুঞ্জন আছে, পরিবর্তন আসতে পারে বোলিংয়েও।

প্রথম ম্যাচে এনামুল হক বিজয় ও নাঈম শেখের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে দলকে ভালো শুরু এনে দিতে। আসলে টি-টোয়েন্টিতে টাইগার ওপেনাররা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন অনেক দিন ধরেই। 

তাইতো, আজকের ম্যাচে বিজয়-নাঈম জুটি আর সুযোগ পাচ্ছেন না। সূত্র জানায়, মেহেদী হাসান মিরাজকে ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে লঙ্কারদের বিপক্ষে। মিরাজকে ওপেনার ধরেই গড়া হচ্ছে মূল একাদশ।

অবশ্য ওপেনিংয়ে আজ মিরাজ-সাব্বির জুটিকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না!

ওপেনিংয়ে পরিবর্তনের ইঙ্গিতটা অবশ্য বুধবারই দিয়ে রেখেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

তার কথায়, ‘ওপেনিংয়েও পরীক্ষা-নিরীক্ষা হতে পারে। ব্যাটিংয়ের উন্নতিটা খুব প্রয়োজন। আমাদের টপ অর্ডারে সবচেয়ে বড় সমস্যা হলো, উদ্বোধনী জুটিটা ক্লিক করছে না কোনোভাবেই। আমরা অনেকভাবেই চেষ্টা করেছি। লিটন দাসকে খুব মিস করছি এই টুর্নামেন্টে। আশা করি, যারাই খেলবে ওপেনিংয়ে, তাদের যে পরিকল্পনা থাকবে, সেটা অনুযায়ী ব্যাট করবে।’

এদিকে, স্পিনে নাসুম আহমেদকে ফেরানোর আলোচনা উঠেছে। কিন্তু লঙ্কান দলে বাঁহাতি ব্যাটারও যে নেহায়েত কম নয়। তাই সাকিবের সঙ্গে দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে নাসুমের খেলার সম্ভাবনা তেমন জোরালো নয়।

পেস আক্রমণে কেউ একজন কাটা পড়ছেন আজ। আগের ম্যাচে তিন পেসার মুস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দিন ছিলেন খরুচে। মুস্তাফিজের কাছে ছিল বেশি আশা, কিন্তু এলোমেলো বোলিংয়ে হতাশ করেছেন তিনি। 

কাটার মাস্টারের প্রতি নাখোশ হয়েই এদিন টিম ডিরেক্টর বলেন, টি-টোয়েন্টি দলে মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ। তারপরও পেসারদের মধ্যে একাদশ থেকে বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
নাঈম শেখ, এনামুল হক বিজয়/মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন/এবাদত হোসাইন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি