ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশকে কাঁদিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ১ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২৩:৫৭, ১ সেপ্টেম্বর ২০২২

মাত্র ৩৭ বলে ৬০ রানের ঝোড়ো ম্যাচজয়ী ইনিংস খেলেন কুশল মেন্ডিস

মাত্র ৩৭ বলে ৬০ রানের ঝোড়ো ম্যাচজয়ী ইনিংস খেলেন কুশল মেন্ডিস

Ekushey Television Ltd.

এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে লঙ্কানদের ১৮৪ রানের লক্ষ্য দিলেও তা ডিফেন্ড করতে পারল না বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে চার বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

ইনিংসের শুরুতে উইকেট তুলে নিতে না পারলেও ষষ্ঠ ওভারে এসে লঙ্কান শিবিরে জোড়া আঘাত হানেন এবাদত হোসাইন। ওই ওভারেই তার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালাঙ্কা।

যার ফলে দলীয় ৬৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। নিসাঙ্কা ২০, আসালাঙ্কা ১ ও গুনাথিলাকা ১১ রান করে আউট হন। এরপর ৮ম ওভারে এসে এবাদত ফেরান গুনাথিলাকাকেও।

তবে দুইবার জীবন পাওয়া ওপেনার কুশল মেন্ডিস আউট হন ৩৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তাকে আউট করেন মুস্তাফিজ। পরে হাসারাঙ্গাকে ফেরত পাঠান তাসকিন। এর আগে ভানুকা রাজাপাকশেকেও তুলে নেন এই পেসার।

পরে শানাকার ৪৫ রান, করুনারত্নের ১০ বলে ১৬ এবং আসিথা ফার্নান্ডোর মাত্র ৩ বলে ১০ রানের ক্যামিও ইনিংসে চড়ে এবং বাংলাদেশী বোলারদের উদার বোলিংয়ের কল্যাণে কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সেইসঙ্গে আফগানিস্তান, ভারতের পর তৃতীয় দল হিসেবে পৌঁছে গেল সুপার ফোরে।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে টিম টাইগার্সের সংগ্রহ দাঁড়ায় ১৮৩। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন আফিফ হোসাইন। এছাড়া মিরাজ ৩৮, রিয়াদ ২৭, মোসাদ্দেক ২৪ ও সাকিব ২৪ রান করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি