সুপার ফোরে আজ আফগানিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা
প্রকাশিত : ১০:০৭, ৩ সেপ্টেম্বর ২০২২
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে আসর শুরু করেছিল লঙ্কানরা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে দারুনভাবে ঘুরে দাঁড়ায় শানাকার দল। বাংলাদেশের বিপক্ষে জিতে দ্বিতীয় পর্বে জায়গা করে নেয় তারা।
লঙ্কানদের হারানোর পর বাংলাদেশকেও হারায় আফগানিস্তান। তাতে তারা গ্রুপের শীর্ষে থেকে সুপার ফোর নিশ্চিত করে।
সুপার ফোরে আসা চারাটি দলই একে অপরের মুখোমুখি হবে।
প্রথম ম্যাচে আফগানদের কাছে হারলেও, এই ম্যাচে আর ভুল করতে চায় না শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিয়ে ফাইনালের পথে এগিয়ে থাকতে চায় লঙ্কানরা।
এদিকে আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে মোহাম্মদ নবীর দল। তারই ধারাবাহিকতায় জয়েই চোখ আফগানিস্তানের।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা/ আসেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কা।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, নুর আহমেদ।
এএইচ