ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হায়দরাবাদের প্রধান কোচ ব্রায়ান লারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৩ সেপ্টেম্বর ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।

অস্ট্রেলিয়ান কোচ টম মুডিকে সরিয়ে দলের প্রধান কোচ হিসেবে ব্রায়ান লারার নাম ঘোষণা করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। এতে প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিলেন তিনি।

গত মৌসুমে অবশ্য হায়দরাবাদের কোচিং স্টাফে ছিলেন লারা। সেবার দলটির স্ট্র্যাটেজিক পরামর্শক ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও এবার প্রধান কোচ হিসেবে থাকবেন। 

২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় হায়দরাবাদের দায়িত্বে ছিলেন মুডি। দ্বিতীয় দফায় ২০২২ সালে দায়িত্ব নেন তিনি। প্রথমবার দলটি ভালো সাফল্য পেলেও দ্বিতীয়বার ভুগেছে পারফরম্যান্স খরায়। ২০১৬ সালে এই মুডির দায়িত্বেই প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে হায়দরাবাদ।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি