ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গুরবাজের সেরা ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য ১৭৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ৩ সেপ্টেম্বর ২০২২

৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলার পথে রহমানুল্লাহ গুরবাজ

৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলার পথে রহমানুল্লাহ গুরবাজ

Ekushey Television Ltd.

মাত্র ৪ রানের মাথায় জীবন পান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তারপরই খেললেন ক্যারিয়ারের সেরা ইনিংসে। যে ইনিংসে চড়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্যই দিয়েছে আফগানিস্তান। ছয় উইকেট হারিয়ে তুলেছে ১৭৫ রান।

শারজাহ স্টেডিয়ামে শনিবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের উপর চড়াও হন আফগান দুই ওপেনার। ম্যাচের দ্বিতীয় ওভারে মহেশ থিকশানার পঞ্চম বলে মারা গুরবাজের শট যায় লংঅনে। দৌড়ে এসে ক্যাচ নেন গুনাথিলাকা।

আম্পায়ারের সফট সিগনাল আউট পেয়ে মাঠ ছাড়ছিলেন গুরবাজ, তবে বাউন্ডারি লাইন ক্রস না করে আবেদন জানান পুন:রায় দেখার জন্য। পরে রিভিউতে দেখা যায়, ক্যাচ নেয়ার পর গুনাথিলাকার পা লেগে যায় বাউন্ডারি লাইনে।

জীবন পেয়ে ফিরে আসা গুরবাজ এরপর রীতিমত ঝড় তুলেছেন লঙ্কান বোলারদের ওপর। মাত্র ২২ বলে পূর্ণ করেন দেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি। এর আগে ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে নাজিবুল্লাহ জাদরান ফিফটি হাঁকান ২২ বলে।

ওপেনার হজরতউল্লাহ জাজাই মাত্র ১৩ রান করে ফিরলেও গুরবাজ খেলেন ক্যারিয়ার সেরা ৮৪ রানের ইনিংস। ৪৫ বলের এই ঝোড়ো ইনিংস খেলার পথে আফগান ডানহাতি ওপেনার হাঁকান ৪টি চার ও ৬টি ছক্কা। 

আসিথা ফার্নান্ডোর শিকার হয়ে ফেরার পর দলকে এগিয়ে নিয়ে যান ইব্রাহীম জাদরান। তবে ৩৮ বলে ৪০ রানের ইনিংস খেলে তিনিও ফেরেন দলীয় ১৫১ রানের মাথায়। তবে শেষ পাঁচ ওভারে তেমন রান তুলতে পারেনি আফগানিস্তান। মাত্র ৩৭ রান তুলতে গিয়ে উল্টো হারিয়ে ফেলে ৫টি উইকেট।

মোহাম্মদ নবি এসে ৪ বলে মাত্র ১ রান করে এবং পরক্ষণেই নজিবুল্লাহ জাদরান রানআউট হয়ে ফিরলেও রশিদ খানের ক্যামিওতে ঠিকই বড় লক্ষ্য পায় আফগানিস্তান। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৫ রান। নজিবুল্লাহ ১০ বলে ১৭ রান আর রশিদ খান ৭ বলে ৯ রান করে রান আউট হন।

শ্রীলঙ্কার পক্ষে দিলশান মধুশঙ্কা ২টি এবং ফার্নান্ডো ও থিকসানা ১টি করে উইকেট নেন। ৩টি হয় রান আউট।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি