ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। ফেঞ্চ তারকা রিচার্ড গাসকুয়েটকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি।  

আসরের প্রথম দুই ম্যাচে শুরুর সেট হারার পর ম্যাচে ফেরেন নাদাল। তবে আজকের ম্যাচে আরও শক্তিশালী রুপ ধারণ করে ৩৬ বছর বয়সী এই স্প্যারিয়ার্ড। 

নাদালের সামনে দাঁড়াতেই পারেননি ফ্রান্সের গাসকে। ৬-০, ৬-১, ৭-৫ গেমে জিতে যান চারবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন। প্রথম দুই সেটে কোনো প্রতিরোধই গড়তে পারেনি গাসকুয়েট। হারেন ৬-০ ও ৬-১ ব্যবধানে। তৃতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে ফরাসি তারকা। 

তবে নাদলের অভিজ্ঞাতার কাপে বাধা হতে পারেনি। ৭-৫ ব্যবধানে জিতে নিজের ২৩ তম গ্র্যান্ডস্লামের পথে আরও এগিয়ে গেলেন টেনিস বিশ্বের মহাতারকা।

একইসঙ্গে গাসকুয়েটের বিপক্ষে আধিপত্যও ধরে রাখলেন নাদাল। ১৮ বারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জয় পেয়েছেন ৩৬ বছর বয়সী স্প্যানিশ তারকা।

অপরদিকে, নারী এককে শেষ ষোলোয় উঠেছেন চেক রিপাবলিকের কেভিতোভা। গাব্রিনে মুগুরুসার বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার সকালে তৃতীয় রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেতেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।

টাইব্রেকারে গড়ানো শেষ সেটে জিতে নিশ্চিত করেন পরের রাউন্ডের টিকেট। তৃতীয় রাউন্ডের ম্যাচটি তিনি জেতেন ৫-৭, ৬-৩, ৭-৬ (১২-১০) গেমে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি