ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

উত্তেজনা নয়, ‘সাহসী’ ক্রিকেট খেলতে চায় পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ৪ সেপ্টেম্বর ২০২২

মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান

Ekushey Television Ltd.

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোনো উত্তেজনা নয় বরং তার দল শান্ত থাকার চেষ্টা করছে বলে জানান পাকিস্তানি উইকেটরক্ষ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে সাহসী ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পরের ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান।

আজ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আবারও অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত সেই ভারত-পাকিস্তান ম্যাচ। এই মর্যাদার লড়াইয়ে স্টেডিয়াম আবারও পরিপূর্ণ হয়ে উঠবে।

হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৭৮ রান করা রিজওয়ান সাংবাদিকদের বলেন, ‘ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। সারা বিশ্ব এমনকি, এশিয়ার বাইরের ক্রিকেট ভক্তরাও এ ম্যাচের জন্য অপেক্ষা করে।’

এই ওপেনার আরও বলেন, ‘উভয় দলের ওপর সমান চাপ থাকবে, তবে যারা সাহসী এবং শান্ত থাকবে, তারাই ভালো ফল করবে।’

হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৯৩ রান করে পাকিস্তান। পরে বিধ্বংসী বোলিংয়ে হংকংকে ৩৮ রানে গুড়িয়ে দেয় পাক বোলাররা। এই জয়ে গ্রুপের দ্বিতীয়স্থান নিয়ে সুপার ফোরের টিকিট পায় তারা। গ্রুপের প্রথম ম্যাচে বাবরের দল ভারতের কাছে হেরেছিল ৫ উইকেটে।

৩০ বছর বয়সী রিজওয়ান বলেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি, ভারত কিংবা হংকং যে দলের বিপক্ষেই খেলা হোক না কেন, এটি ব্যাট এবং বলের খেলা। একে সহজভাবে নিতে হবে। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ এবং আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। তবে কঠোর পরিশ্রম শুধুমাত্র আমাদের হাতে, আর ফলাফল আসবে সৃষ্টিকর্তার কাছ থেকে।’

এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, একটা বাড়তি উন্মাদনা। প্রতিটি ভারত-পাকিস্তান ম্যাচেই তাই পরিপূর্ণ থাকে স্টেডিয়াম। এমনকি টিভি ও ডিজিটাল প্লাটফর্মেও খেলা দেখে থাকেন লাখ-লাখ ভক্ত।

রাজনৈতিক কারণেই শুধুমাত্র বহু-জাতির ইভেন্টে একে অপরের বিপক্ষে খেলে থাকে দুই চির প্রতিন্দ্বন্দী ভারত ও পাকিস্তান। আগামী সপ্তাহে হতে যাওয়া ফাইনালে তৃতীবারের মত ভারত-পাকিস্তান লড়াই হবে বলেও প্রত্যাশা দুই দলের সমর্থকদের।

রিজওয়ান জানান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং ফাইনালে উঠতে হবে। তিনি বলেন, ‘আমাদের ভক্তদের প্রত্যাশা, আমরা আমাদের সেরাটা দেবো এবং দলের সবাই তাদের সেরাটাই দিচ্ছে।’

এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাওয়া ১০ উইকেটের বড় জয়ের পেছনে বড় ভূমিকা ছিলো অধিনায়ক বাবর আজম ও ওপেনার রিজওয়ানের। আজও কি তেমন কিছু দেখা যাবে?

তার উত্তর জানা যাবে বাংলাদেশ সময় রাত ৮টার পর।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি