ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ভারতের ২টি উইকেট নিতে পারলেই জিতবে পাকিস্তান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ৪ সেপ্টেম্বর ২০২২

১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চলতি এশিয়া কাপের সুপার ফোরের ও দুই দলের দ্বিতীয় ম্যাচটি আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গ্রুপ পর্বে যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, প্রতিবেশী দেশকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত।

সুপার ফোরের এই ম্যাচেও টিম ইন্ডিয়ার চোখ থাকবে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার দিকে। অন্যদিকে, গ্রুপ পর্বে পরাজয়ের প্রতিশোধ নেয়ার উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান। 

গ্রুপের সেই ম্যাচে হারলেও সুপার ফোরে ফলাফল বদলে দিতে চায় পাকিস্তান। কীভাবে ভারতকে আটকানো যাবে, সেই পরিকল্পনাও এঁকে ফেলেছে তারা। ভারতের দুই ক্রিকেটারকে আটকাতে পারলেই জয় আসবে। এমনটাই মনে করছেন পেস বোলার হারিস রউফ।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রউফ বলেন, “ওদের দু’জন প্রধান ক্রিকেটার রয়েছে। সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। দ্রুত ওদের উইকেট নিয়ে নিতে হবে। যাতে পরের দিকে ভারত দল বিপদে পড়ে যায়। রান করার আগে ওরা কিছুটা সময় নেয়। সেই স্পেসটা ওদের দিতে চাই না। তাই শুরুতে উইকেট নিতে পারলে ভারতকে ধাক্কা দেয়া যাবে।”

এর আগে গ্রুপের দু’টি ম্যাচেই ভালো খেলেছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারাতে মুখ্য ভূমিকা নেন হার্দিক। বল করে তিনটি উইকেট নেয়ার পর ব্যাট হাতে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ২৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। যাদবের ইনিংস দেখে তাকে কুর্নিশ করেন বিরাট কোহলীও।

এদিকে, আজ পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগেই অবশ্য ধাক্কা খেয়েছে ভারত। হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। বদলী হিসেবে ভারতীয় দলে এসেছেন অক্সার প্যাটেল। তবে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে তার খেলার সম্ভাবনা কম।

অন্যদিকে, পাকিস্তান দলেও আছে দুঃসংবাদ! ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন পেসার শাহনেওয়াজ দাহানি। 

বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পিসিবি জানায়, সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না শাহনেওয়াজ দাহানি। তাকে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সেক্ষেত্রে হাসান আলি অথবা মোহাম্মদ হাসনাইনকে দেখা যেতে পারে একাদশে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি