ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাসফোর্ডের জোড়া গোলে আর্সেনালকে হারাল ম্যানইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের সবগুলোই জিতে উড়তে থাকা গানারদের মাটিতে নামিয়েছে রেড ডেভিলরা। আন্তোনির গোলের পর রাসফোর্ডের জোড়া গোলে আসরে প্রথম দুই ম্যাচে হারের পর টানা চতুর্থ জয় পেল এরিক টেন হাগের দল।

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিগ ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

টানা তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলার পর এ দিন একটি পরিবর্তন আনে ইউনাইটেড। আয়াক্স থেকে সাড়ে ৮ কোটি পাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডে আসা ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনির অভিষেক হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোকে টানা চার ম্যাচে শুরুতে রাখা হয় বেঞ্চে।

ওল্ড ট্রাফোর্ডে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ম্যানইউ। নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্তনি ম্যাথিউস। ম্যাচের ৩৫তম মিনিটে রাসফোর্ডের পাস বক্সের ভেতর পেয়ে ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন আন্তোনি। 

তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। 

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের। তবে ৬০তম মিনিটে চমৎকার গোলে আর্সেনালকে ম্যাচে ফেরান ইংলিশ মিডফিল্ডার বুকায়ো সাকা। 

অবশ্য ৬৬ ও ৭৫ মিনিটে মার্কোস রাসফোর্ডের জোড়া গোলে ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট পায় এরিক টেন হাগের শিষ্যরা।

গত ডিসেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচে জোড়া গোল করলেন র‍্যাশফোর্ড। সেবার শেফিল্ড ইউনাইটেডের জালে দুবার বল পাঠিয়েছিলেন তিনি।

৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে আর্সেনাল। সমান ১৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, টটেনহ্যাম হটস্পার তিনে। ১ পয়েন্ট কম নিয়ে চারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।

১২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে চেলসি ছয়ে ও ৯ পয়েন্ট নিয়ে লিভারপুল সাত নম্বরে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি