ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রোহিতের ফিফটি, যাদবকে নিয়ে বড় সংগ্রহের চেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২১:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২২

৩২ বলে ফিফটি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন রোহিত

৩২ বলে ফিফটি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন রোহিত

শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। না হলে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে ভারতের। এমন সমীকরণ মাথায় নিয়ে শ্রীলঙ্কার কাছে টস হেরে আগে ব্যাটিং করছে ভারত। তবে শুরুতেই রাহুল ও কোহলিকে হারিয়ে চাপে পড়েছে দলটি। রোহিতের মারকুটে ফিফটিতে সেই চাপ কাটিয়ে এখন বড় লক্ষ্যেই ছুটছে ভারত।

দুবাইয়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

আগে ব্যাটিং পেয়ে যথারীতি লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন দিলশান মদুশঙ্কা। ২টি ওয়াইডসহ বাঁহাতি পেসারের ৮ বলের ওভারে ৪ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

পরের ওভার করতে আসা স্পিনার মাহিশ থিকসানার চতুর্থ বলে স্টেপ-আউট করে চার মারেন লোকেশ রাহুল। ঠিক তার পরের বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ৭ বলে এক চারে ৬ রান করেন এই ওপেনার। 

তবে এরপরই ক্রিজে এসে মাত্র চার বল ফেস করেই মদুশঙ্কার বলে বোল্ড হয়ে খালি হাতে ফেরেন টানা দুই ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলা বিরাট কোহলি। যার ফলে তৃতীয় ওভারেই মাত্র ১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

এরপর চতুর্থ ওভারে ৭ তোলে ভারত। তবে পঞ্চম ওভারে বল করতে আসা অসিথা ফার্নান্ডোকে দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা ও চার মারেন রোহিত। ওভারে মোট ওঠে ১৪ রান। পরে থিকসানার দ্বিতীয় ওভারে ৮ রান নেন দুজনে। ফলে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৪ রান তুলতে পারে ভারত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১০ রান। ৩২ বলে দুরন্ত ফিফটি তুলে নিয়ে চাপ কাটানোর চেষ্টা করছেন রোহিত শর্মা। সেইসঙ্গে ২২ বলে ২৯ করা সূর্যকুমার যাদবের সঙ্গে গড়েছেন ৫৮ বলে ৯৭ রানের জুটি।

আপাতত যা পরিস্থিতি, তাতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ হারলেই কার্যত ছিটকে যাবে ভারত। টিম ইন্ডিয়া যদি এদিন হেরে যায়, তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার দিকে এক কদম এগিয়ে যাবে দ্বীপরাষ্ট্রটি। সেখানে ভারতের পয়েন্ট হবে শূন্য। কার্যত শেষ হয়ে যাবে ভারতের সামনে ফাইনালে যাওয়ার সুযোগ! 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি