ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রানির মৃত্যুশোক: স্থগিত ইংল্যান্ডের টেস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেছেন। ৯৬ বছর বয়সে তার মৃত্যু হয়। সবচেয়ে লম্বা সময় দেশটির প্রধান হিসেবে থাকা রানির মৃত্যুতে ব্রিটেনে ১০ দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

রানির মৃত্যুশোক ছুঁয়ে গেছে দেশটির ক্রিকেটাঙ্গনেও। রানির মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্ট। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুই দলের মধ্যকার টেস্টটি মাঠে গড়ানোর কথা ছিল। সে অনুযায়ী টসও হয়। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ইংল্যান্ড। যদিও পরবর্তীতে বৃষ্টি বাধায় প্রথম দিন মাঠে গড়ায়নি খেলা।

তবে ইংল্যান্ড সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রানি এলিজাবেথ মারা গেলে শুক্রবারে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেয় ইসিবি। 

নিজেদের বিবৃতিতে ইসিবি বলে, ‘মহামতি রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে, শুক্রবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ এবং সূচিতে থাকা রাচায়েল হেও ফ্লিন্ট ট্রফি মাঠে গড়াবে না। শুক্রবারের পরের সূচি, ইসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।’

ইসিবির এমন সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা জানিয়েছে প্রোটিয়া ম্যানেজমেন্টও। সেক্ষেত্রে এই ম্যাচ যদি ইসিবি বাদ দিতে চায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই প্রোটিয়ানদের। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে তারা।

এদিকে ম্যাচটির টিকিট কেনা দর্শকদেরও হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়েছে ইসিবি। তারা দর্শকদের দ্বিতীয় দিনের টিকিটের মূল্য ফেরত দেবে বলেও জানিয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি