ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিঞ্চের বিদায়ী ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে চায় কিউয়িরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ১০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের বিদায়ী ম্যাচে জিততে মরিয়া অজিরা। 

আর এ ম্যাচ জিতেই নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চান ফিঞ্চ। অন্যদিকে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিউজিল্যান্ডের। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। 

২০১৩ সালে অভিষেক হওয়া ফিঞ্চ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি খেলেই ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় জানাবেন।

নিজের বিদায়ী ম্যাচে জয় চান ফিঞ্চ। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘কাল ওয়ানডেতে শেষ ম্যাচ খেলতে নামবো। স্বাভাবিকভাবেই চাইবো ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে জয় পেতে। জয় দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে চাই। আর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের সুযোগও থাকছে আমাদের। প্রথম দুই ম্যাচের পারফরমেন্স ধরে রাখতে পারলে শেষ ওয়ানডেতে জয় পেতে বেগ পেতে হবে না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে মাত্র ২ উইকেটে জিতলেও পরের ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ২৩৩ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়েছিলো অস্ট্রেলিয়াকে। জবাব দিতে নেমে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে মহাচাপে পড়েছিলো অজিরা। তবে ষষ্ঠ উইকেটে ১৬৩ বলে ১৫৮ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়াকে জয় এনে দেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন।

ক্যারি ৮৫ রানে থামলেও, ৮৯ রানে অপরাজিত থেকে অজিদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন গ্রিন।

আর দ্বিতীয় ওয়ানডেতে মিচেল স্টার্কের অলরাউন্ড নৈপুণ্য ও স্পিনার অ্যাডাম জাম্পার ভেল্কিতে জয় পায় অস্ট্রেলিয়া। উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার পরও লোয়ার-অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৯ উইকেটে ১৯৫ রান করে অসিরা। স্টার্ক অপরাজিত ৩৮, অ্যাডাম জাম্পা ১৬ ও জশ হ্যাজেলউড অপরাজিত ২৩ রান করেন।

এরপর বল হাতে নিউজিল্যান্ডকে মাত্র ৮২ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। ৯ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন জাম্পা। স্টার্ক-অ্যাবট ২টি করে উইকেট নেন।

সিরিজ হারের ফলে হোয়াইটওয়াশের মুখে পড়া নিউজিল্যান্ড শেষ ম্যাচে সান্তনার জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায়। দলের ওপেনার মার্টিন গাপটিল বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি। তবে শেষ ম্যাচে তিন বিভাগেই আমাদের ভালো খেলতে হবে। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই আমরা।’

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ যে দলই জিতবে, তারাই বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের চতুর্থস্থান দখলে নিবে। বর্তমানে ১৪ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। আর ৭ ম্যাচে কিউয়িদের সমান ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে অজিরা।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪০বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরমধ্যে জয়ের দিক দিয়ে এগিয়ে অজিরাই। ৯৪টি ম্যাচ জিতেছে তারা। ৩৯টি ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি