ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেইমারের গোলে শীর্ষে পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১১ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১০:১২, ১১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নিজেদের মাঠে ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য দেখালো পিএসজি। নেইমারের নৈপুণ্যে প্রথমার্ধে এগিয়েও গেল তারা। তারপরও ব্রেস্তের বিপক্ষে দলটির পয়েন্ট হারানোর শঙ্কা জাগে। শেষ সময়ে পেনাল্টি সেভ করে দলকে বাঁচান পিএসজির গোলরক্ষক জানুলুইজি দোন্নারুম্মা।

শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নেইমারের গোলে ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে পিএসজি।

এবারের লিগ ওয়ানে সাত ম্যাচে ৮ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে তার গোল ১০টি।

২৪তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে নেইমার ফাউলের শিকার হলে ব্রেস্তের ডিফেন্ডার ক্রিস্তফ এরেলকে লাল কার্ড দেখান রেফারি। তবে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলান তিনি। কারণ আক্রমণের শুরুতে অফসাইডে ছিলেন নেইমার।

এর পাঁচ মিনিট পরই মেসি-নেইমারের বোঝাপড়ায় এগিয়ে যায় পিএসজি। আর্জেন্টাইন তারকার দারুণ ক্রস ডি-বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এমবাপের ক্রসে ডি-বক্সে মেসির নেওয়া হেড পোস্টে লাগে। ৫৮তম মিনিটে বাইরে মেরে সুযোগ নষ্ট করেন এমবাপে। ৭০তম মিনিটে পিএসজির প্রেসনেল কিম্পেম্বে নিজেদের বক্সে প্রতিপক্ষের একজনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। 

ব্রেস্তের স্লিমানির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন দোন্নারুম্মা। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে আরেকটি দুর্দান্ত সেভ করেন এই ইতালিয়ান গোলরক্ষক।

৭ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে পিএসজিত পয়েন্ট ১৯। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই।

৭ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া ব্রেস্ত ৫ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি