ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল

Ekushey Television Ltd.

চলমান সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ। খেলার প্রথমার্ধ শেষে ভারতের জালে ২টি গোল দিয়ে এগিয়ে আছে সাবিনারা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মোসাম্মৎ সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রাণী সরকার।

এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয়ার পর পাকিস্তানকে ভাসিয়েছে ৬-০ গোলে। 
আর তাতেই গ্রুপ ‘এ’ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সাবিনা খাতুনরা। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ভারতও ইতোমধ্যে শেষ চারে জায়গা করে নিয়েছে।

সেমিফাইনাল নিশ্চিত করলেও বাঘিনীদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তাই সাবিনারা এ ম্যাচে কোনো ছাড় দিতে চান না সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে।

লক্ষ্য স্থির রেখেই মাঠে নামে ছোটনের শিষ্যরা। আর তাতেই সফল হয় তারা। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধ এখনও বাকি। 

তবে প্রথমার্ধ শেষে এগিয়ে বাংলাদেশই। ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন স্বপ্না। ১০ মিনিট পর দলের ব্যবধান দিগুণ করে আনন্দে ভাসান কৃষ্ণা রাণী সরকার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি