ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভুটানের বিপক্ষেও জয় চান ছোটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০২২

গোলাম রব্বানী ছোটন

গোলাম রব্বানী ছোটন

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে কাগজে কলমে খুবই দুর্বল ভুটান। আগের পাঁচটি সাফ চ্যাম্পিয়নশিপের ফলাফলে চোখ রাখলেই তা স্পষ্ট। তিনবারের দেখায় একটি গোলও সাবিনাদের জালে দিতে পারেনি তারা। 

উপরোন্তু, ২০১০ সালে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত সাফে ৯-০, ২০১২ সালে ১-০ এবং ২০১৯ সালে ২-০ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। 

তবে সে সব এখন অতীত। কারণ সাফের পাঁচ আসরে যারা গ্রুপ পর্বই পেরুতে পারেনি, তারাই এবার প্রথমবারের মতো গোল স্কোর করে এবং গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে ধসিয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটানের মেয়েরা।

প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেললেও ভুটানের এই দলকে হাল্কাভাবে নিতে চান না বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। অন্য দলগুলোর মতো ভুটানকেও সমীহের চোখে দেখছেন তিনি এবং তার শিষ্যরা। 

বাংলাদেশ নারী দলের কোচ বলেন, ‘অবশ্যই তারা (ভুটান) ভালো খেলে সেমি-ফাইনালে এসেছে। সে কারণে বলতে হয়, তারা শক্তিশালী। আমরাও পুরো শক্তি নিয়ে মাঠে নামব এবং তা প্রয়োগ করব। আমরা আমাদের খেলা খেলব এবং ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব।’

ছোটন বলেন, ‘আমার যে দর্শন, তা হচ্ছে- তিনটা ম্যাচ মেয়েরা খেলে এসেছে। এখন আরেকটা ম্যাচে পারফর্ম করবে। সেমি-ফাইনাল হচ্ছে নকআউট খেলা, এটা কোনো লিগের খেলা না। এই দুই দিন সব বিষয় নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। মেয়েরাও অবগত এবং তারা সেমি-ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। এখানেও মূলত আমাদের (আগের ম্যাচগুলোর) পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে এবং জয়লাভ করতে হবে।’

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ বলেন, ‘প্রতিটি ম্যাচেই সব খেলোয়াড় প্রস্তুত থাকে, যে সুযোগ পায়, সেরাটা দেয়ার চেষ্টা করে। এই মুহুর্তে আমাদের দলের ভালো দিক হচ্ছে- সবাই দারুণ মনোযোগী।’ 

ভুটান প্রসঙ্গে ছোটন বলেন, ‘ভুটান ৫-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে এসেছে, তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা কখনোই কোনো দলকে ছোট করে দেখিনি।’

দলীয় ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘স্বপ্নার কাফ পেশীতে একটু ব্যথা আছে। আজকে ওয়ার্মআপের পরে ওকে বিশ্রাম দিয়েছি, যাতে করে কাল (শুক্রবার ভুটানের বিপক্ষে) খেলতে পারে। বাকি সবাই ভালো আছে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি