ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হ্যাটট্রিকেই কথা রাখলেন সাবিনা, অপেক্ষা শিরোপার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২২

ভুটানকে উড়িয়ে দিয়ে সতীর্থদের সঙ্গে উড়ছেন হ্যাটট্রিক গার্ল সাবিনা

ভুটানকে উড়িয়ে দিয়ে সতীর্থদের সঙ্গে উড়ছেন হ্যাটট্রিক গার্ল সাবিনা

Ekushey Television Ltd.

কাঠমান্ডুর আর্মড ফোর্সেস মাঠে বৃহস্পতিবার অনুশীলনের সময়েই প্রথম মিনিটে গোল করার প্রত্যয় ব্যক্ত করেছিল বাংলাদেশ দলের কোচ ও খেলোয়াড়রা। শুক্রবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে প্রথম মিনিটে না পারলেও দ্বিতীয় মিনিটে ঠিকই গোল করেছে বাংলাদেশ। 

আর শেষ পর্যন্ত অধিনায়ক সাবিনার হ্যাটট্রিকে ম্যাচে ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

এদিন প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১৮, ৫৩ ও ৯০তম মিনিটে গোল করে চলতি টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা খাতুন।

ম্যাচের দ্বিতীয় মিনিটে মনিকার ক্রস থেকে ডি বক্সে স্বপ্না বল পেলে ভুটানের গোলরক্ষক সঙ্গিতা মংগের এগিয়ে আসেন। তাকে ডজ দিয়ে এগিয়ে গিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন স্বপ্না (১-০)।

১৮তম মিনিটে মারিয়া মান্ডার ট্রু পাস সাবিনা এগিয়ে গিয়ে গোল রক্ষককে কাটিয়ে মাটি কামড়ানো আড়াআড়ি শটে গোল করেন (২-০)। ৩০তম মিনিটে রিতুপর্ণার উড়ন্ত ক্রসে কৃষ্ণা দর্শনীয় হেডে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজরা। 

ম্যাচের ৩৫তম মিনিটে ডি বক্সে ভুটানের গোলরক্ষক সঙ্গিতার হাত ফস্কে বল বেরিয়ে গেলে সেটি নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান রিতুপর্ণা। ফলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে কৃষ্ণার ক্রসে সাবিনা ঠাণ্ডা মাথায় বল জালে জড়ালে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর ৩ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে সাবিনার ফ্রি কিকের ক্রস ভুটানের গোলরক্ষকের হাত থেকে ফসকে গেলে মাসুরা টোকা দিয়ে বল জালে জড়ান (৬-০)। 

এরপর অবশ্য একাধিক আক্রমণ পরিচালনা করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। এই সময় অবশ্য ভুটান কিছুটা চড়াও হয়ে প্রতি আক্রমণ শুরু করে। যদিও তাদের বেশীরভাগ আক্রমণ একাই রুখে দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা।

ম্যাচের ৮২তম মিনিটে বদলী খেলোয়াড় তহুরা খাতুনের গোলে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। আর ইনজুরি টাইমে (৯০+২) মধ্যমাঠ থেকে একাই বল নিয়ে ভুটানের গোলরক্ষককে পারস্ত করে লক্ষ্যভেদের মাধ্যমে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি