ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রফি নিয়ে ঢাকায় টাইগ্রেসরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দেশে ফিরে এসেছেন শিরোপা জয়ী নারী ক্রিকেট দল। সোমবার সকালে তারা ঢাকায় পৌঁছান।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে আইরিশ নারীদের ৭ রানে হারায় তারা। 

বাংলাদেশের নারী ক্রিকেট দল এর আগে ২০১৮ এবং ২০১৯ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে শিরোপা জিতেছিল। এর আগে ২০১৫ সালে প্রথমবার এই ফরম্যাটের বিশ্বকাপ বাছাইপর্ব খেলে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগ্রেসদের।

দেশে ফিরে খুব একটা বিশ্রামেরও সময় পাবেন না নিগার সুলতানা জ্যোতি, রোমানা আহমেদ, সালমা খাতুনরা। কেননা মাত্র তিনদিন পরই ঘরের মাঠে শুরু হতে চলেছে নারী এশিয়া কাপের অষ্টম আসরের খেলা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি