ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টি-টেনে খেলবে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২২

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

সোমবার রাতে টি-টেন লিগের আগামী আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়।

সাকিব আল হাসান আগেই দল নিশ্চিত করেছিলেন। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ছিলেন তিনি। আর ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের আরও চারজন ক্রিকেটার। 

তারা হলেন নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও তাসকিন আহমেদ। তবে ড্রাফটে থাকলেও দল পাননি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।

আইকন ও অধিনায়ক হিসেবে সাকিবকে আগেই দলে নিয়েছিল বাংলা টাইগার্স। ড্রাফট থেকে বাংলা টাইগার্স নিয়েছে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার সোহান ও মৃত্যুঞ্জয়কে।

কাটার মাস্টার মুস্তাফিজকে দলে নিয়েছে টিম আবুধাবি। আর বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স নিয়েছে তাসকিনকে।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি