ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার নাফিসকে সরিয়ে দিল বিসিবি, নেপথ্যে কী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

নাফিস ইকবাল খান

নাফিস ইকবাল খান

Ekushey Television Ltd.

গত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ থেকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হন নাফিস ইকবাল। সাবেক এ ওপেনারকে টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। গত এক বছর ধরে টাইগারদের সঙ্গেই ছিলেন তিনি। তবে হুট করেই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো তাকে। কারণ কী?

সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দলের অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন করেন তামিম ইকবালের বড় ভাই। কিন্তু বিশ্বকাপের উদ্দেশে দেশত্যাগের আগেই সেই দায়ীত্ব থেকে বাদ পড়লেন নাফিস। হুট করেই সাবেক এ ওপেনারকে ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি।

নিউজিল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে টিম অপারেশন্স ম্যানেজারের ভূমিকায় থাকবেন না নাফিস। এই দায়িত্ব পালন করবেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটা আমাদের আগেরই সিদ্ধান্ত। আমরা বাইরে বলিনি। সে (নাফিস) আমাদের টিম অপারেশন্স ম্যানেজার হিসেবেই আছে। একটা সিরিজ বাদ পড়তে পারে, আবার পরের সিরিজে ফিরবে। সে খুব ভালো কাজ করেছে।’

তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন- নাফিস ইকবালের বিরুদ্ধে ক্রিকেটারদের নাকি অনেক অভিযোগ। তার আচরণে অসন্তুষ্ট কিছু ক্রিকেটার। তারা বিসিবির কাছে অভিযোগও দিয়েছেন। যে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

গত জিম্বাবুয়ে সফরের পরও নাকি নাফিসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অনেকেই। যদিও জালাল ইউনুস বলেন, এমন কোনো কিছুই ঘটেনি। নাফিসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। 

তবে সত্যটা ঠিক কী, তা হয়তো জানা যাবে বিশ্বকাপের পরেই। অথবা তার আগেই!

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি