ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১ অক্টোবর ২০২২

এগিয়ে আসছে বিশ্বকাপ। দল ঘোষণাও করেছে সবাই। জার্সিও উন্মোচন করছে অনেকে। বসে থাকলো না বাংলাদেশও। সুন্দরবন, বাঘ আর জামদানির মেলবন্ধনে উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি।

শুক্রবার রাতে উন্মোচিত হলো বাংলাদেশ দলের জার্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এ জার্সি সবার সামনে তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

লাল ও সবুজ রঙের মিশেলে বানানো এই জার্সি প্রকাশ করা হয়েছে বিসিবি অফিসিয়াল পেইজে। 

এবারের জার্সিরতে প্রাধান্য পেয়েছে জামদানী, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন। গাঢ় সবুজ রঙের সাথে ব্যবহার করা হয়েছে টকটকে লাল। সাথে রয়েছে জলছাপ। বাঁ পাশে বিসিবি ও ডান পাশে বিশ্বকাপের লোগো। 

নিচে সাদা রঙে লেখা বাংলাদেশের নাম।

এদিকে, জার্সি প্রকাশের রাতেই বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে। সেখানে স্বাগতিক দল ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। 

৭ ও ১৩ অক্টোবর পাকিস্তান এবং ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সাকিব আল হাসানের দলের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি