ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইন্টারের মাঠে বার্সার হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বার্সেলোনা। বিপরীতে মৌসুমের শুরু থেকেই ধুঁকছে ইন্টার মিলান। তবে মুখোমুখি লড়াইয়ে পাল্টে গেল সব হিসাব-নিকাশ। প্রতিপক্ষের মলিনতার সুযোগ কাজে লাগিয়ে জয়ের আনন্দে ভাসল ইন্টার।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের 'সি' গ্রুপের ম্যাচে ইন্টার মিলানের মাঠ সান সিরো থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরেছে বার্সেলোনা। ইন্টারের জয়ের নায়ক হাকান কালহানোগলু একমাত্র গোলটি করেন।

ইন্টারের জয়ে গ্রুপ ‘সি’ এর লড়াইটা এখন আরও জমজমাট। গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ শেষে এখন দুই নম্বরে আছে ইতালিয়ান জায়ান্টরা। অন্যদিকে তিন নম্বরে থাকা জাভি হার্নান্দেজের শিষ্যরা এখন মুখিয়ে থাকবে প্রতি ম্যাচেই জয় তুলে নেয়ার। তিন ম্যাচের তিনটাতেই জয় তুলে নেয়া বায়ার্ন আছে গ্রুপের শীর্ষে।

একচেটিয়া বল দখলে রেখে খেলতে থাকে বার্সেলোনা। কিছু হাফ-চান্সও পায় তারা, তবে রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়ারা প্রতিপক্ষের ডি-বক্সে যথেষ্ট কার্যকর হতে পারছিলেন না। বরং প্রতি-আক্রমণে তুলনামূলক বেশি ভীতি ছড়াচ্ছিল ইন্টার।

পাল্টা আক্রমণে ২৮তম মিনিটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে কাটিয়ে জালে বল পাঠান হোয়াকিন কোররেয়া। তবে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল।

তবে বিরতির ঠিক আগে সফরকারীদের স্তব্ধ করে দেন কালহানোগলু। লাউতারো মার্টিনেসের জোরাল শট রক্ষণে প্রতিহত হওয়ার পর সতীর্থের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে নিখুঁত শট নেন তুর্কি মিডফিল্ডার। বল পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

বিরতির পর বার্সেলোনা প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ৬১তম মিনিটে। তবে উসমান দেম্বেলের কোনাকুনি শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে পোস্টে লাগে। পাঁচ মিনিট পর জালে বল পাঠান পেদ্রি, তবে তার আগে বল আনসু ফাতির হাতে লাগায় ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

নির্ধারিত সময়ের শেষের পাঁচ ও যোগ করা সময়ের আট মিনিট একচেটিয়া আক্রমণ করে বার্সেলোনা। সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি লেভানদোভস্কিরা। 

শেষের বাঁশি বাজতেই জয়োল্লাসে ফেটে পড়ে সান সিরো। কঠিন সময়ে দলের আত্মবিশ্বাস ফেরানো জয়।

আগামী বুধবার কাম্প ন্যুয়ে ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি