ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিন থেকে চারে নামতে চান সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ টি-২০ দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার। ব্যাটিং অর্ডারে চারে দেখা যেতে পারে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে।

বাশার জানান, বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ সুযোগ নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজেই এমনটা হতে যাচ্ছে।

সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন তিনে ব্যাটিং করছেন সাকিব। ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে তিনে যে দুর্দান্ত ব্যাটিং তিনি দেখিয়েছেন তারপরে ওই ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নও ওঠেনি। কিন্তু টি-২০ অধিনায়ক হিসেবে দলে ভারসাম্য আনতে পছন্দের জায়গা ছেড়ে দিতে রাজি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

হাবিবুল বাশার বলেছেন, “বিষয়টি নিয়ে আমরা এখনও আলাপ করছি। সিপিএলে সে চারে ব্যাটিং করেছে এবং ভালো করেছে। আমি মনে করি, অস্ট্রেলিয়ার উইকেটে সে চারে ভালো মানিয়ে নিতে পারবে। আমরা তার সঙ্গে কথা বলে বুঝেছি তিন কিংবা চারে ব্যাটিং করা নিয়ে তার কোন সমস্যা নেই।”

নিউজিল্যান্ডে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন দেখা যেতে পারে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি