টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১২:২৯, ৯ অক্টোবর ২০২২
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচে টস করতে নামেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ত্রিদেশীয় সিরিজে রোববার (৯ অক্টোবর) টস জিতে কিউই অধিনায়ক উইলিয়ামসন বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।
দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং নাসুম আহমেদ।
পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। ম্যাচ শুরুর আগের দিনই নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ভ্রমণ করে নিউজিল্যান্ডে পৌঁছালে সাকিবকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
তবে আজ কিউইদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিরেছেন সাকিব। এছাড়াও দলে ঠাঁই হয়েছে ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলামের।
এদিকে নিউজিল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। অ্যাডাম মিলন ঢুকেছেন ব্লেয়ার টিকনারের জায়গায়।
ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হেরেছিল বাংলাদেশ। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। এদিকে টি-টোয়েন্টিতে সময়টা বাজে কাটলেও নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশ।
দুদলের শেষ ৫ দেখায় ফলাফল বাংলাদেশের পক্ষে কথা বলছে। গত বিশ্বকাপের আগে ঘরের মাঠে ব্ল্যাকক্যাপদের সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
এএইচ