ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডের তোপে তছনছ বাংলাদেশের ব্যাটিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ৯ অক্টোবর ২০২২ | আপডেট: ১৩:৩৮, ৯ অক্টোবর ২০২২

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই মিরাজ হারিয়ে পথ হারায় টাইগাররা।

এরপর এক এক হরে ফেরেন আরও চার ব্যাটার। এই অবস্থায় হাল ধরেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত আফিফও টিকতে পারলেন না। বোল্ডের বলে বোল্ড হয়ে ২৪ রানে ফেরেন আফিফ। 

এর পরপরই ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান।  ১৬ বলে ১৬ রান করে সোধির বলে গাবটিলের হাতে ধরা পড়েন অধিনায়ক।

বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৭ উইকেটে ১১৪ রান।  নরুল হাসান (৬) ও তাসকিন আহমেদ (৩) ব্যাট করছেন

টস হেরে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা আহামরি হয়নি। দ্বিতীয় ওভারেই মিরাজ সাজঘরে ফিরেছেন। তারপর লিটন-শান্ত মিলে দারুণ জুটিতে স্কোরবোর্ড সমৃদ্ধ করলেও বেশি লম্বা হয়নি তাদের ইনিংস। তাদের বিদায়ে ছন্দ পতন ঘটে ইনিংসের। 

মিরাজ (৫) রানে ফিরে গেলে একপ্রান্ত আগলে কিছুটা আগ্রাসী ভঙ্গিতেই শান্ত খেলেছেন। সাব্বিরের বদলে নেমে চেষ্টা করছিলেন। লিটনের সঙ্গে গড়েন ভালো জুটি। লিটনের বিদায়ে জুটি ভাঙতেই পরের ওভারে ফিরে যান শান্তি। 

সোধিকে উঠিয়ে মারতে গিয়ে তালুবন্দি হয়েছেন ৩৩ রানে। শান্তর ২৯ বলের ইনিংসে ছিল ৪টি চার।    

লিটনকে ফিরিয়ে দারুণ জুটিটি ভেঙেছেন ব্রেসওয়েল। তাদের জুটিতে যোগ হয়েছে ৪১ রান। সপ্তম ওভারে তারা যোগ করে ১২ রান। অষ্টম ওভারে এসে সাফল্য পান অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল। সফট ডিসমিসালে তাকে ফিরতি ক্যাচ দিয়ে লিটন ১৫ রানে ফিরেছেন। তার ইনিংসে ছিল দুটি চার। 

এরপর্ মোসাদ্দেক হোসেনকে ২ রানে ফেরান সোধি আর ইয়াসির আলী আউট হন ব্রেসওয়েলের বলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি